টাকি রোডে হাজার হাজার মোবাইলে ক্যামেরায় বন্দি হলেন নুসরত

টাকি রোডে হাজার হাজার মোবাইলে ক্যামেরায় বন্দি হলেন নুসরত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বসিরহাট ,৭ ই মে : বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেত্রী নুসরাত জাহানের টাকি রোডে রোডসো ,ঘিরে মানুষের ঢল । রাস্তার দু’পাশের। খোলাপোতা গ্রাম পঞ্চায়েতের ,হরিশপুর থেকে খোলাপোতা পর্যন্ত হুড খোলা জিপে নুসরাতের প্রচার দেখতে, মানুষের ঢল নামে। রাস্তায় টাকি রোডের দুপাশে কাতারে কাতারে মানুষ, ভিড় জমান অভিনেত্রীকে একবার কাছ থেকে, দেখার ও ছোঁয়া চেষ্টা করা । তাও শেষ পর্যন্ত হাজার হাজার মোবাইলে সেলফি বন্দি হলো নুসরাত। প্রায় ৫ কিলোমিটার এই পথে প্রচার মানুষের আবেগ, ভালোবাসা ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো । ছিলেন ব্লক সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায় ,চেয়ারম্যান এটিএম আব্দুল্লাহ, প্রধান অপরেশ মুখার্জি ।এরপর তিনি বসিরহাট 2 নম্বর ব্লকে, মাটিয়া তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র যুব সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আলোক আলাপচারিতার মধ্য দিয়ে প্রচার শুরু করবেন ।উনিশে মে ভোটের আগে কিভাবে মানুষের কাছে গিয়ে ভোট চাইবেন ,উন্নয়নমুখী প্রকল্প তুলে ধরবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা মধ্য দিয়ে আজকের মত প্রচার শেষ করবেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top