পোশাক পরিধানের অধিকার, টাকি রোডে ছাত্রীদের মিছিল

পোশাক পরিধানের অধিকার, টাকি রোডে ছাত্রীদের মিছিল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
টাকি

পোশাক পরিধানের অধিকার, টাকি রোডে ছাত্রীদের মিছিল। উত্তর ২৪পরগনা জেলার   বসিহাট মহাকুমার বিভিন্ন মাদ্রাসা, কলেজের ছাত্রীরা হিজাব পড়ার ব্যক্তি স্বাধীনতা রক্ষায় কয়েকশো ছাত্রী মিছিল শুরু করলো। আজ মাটিয়া থানা খোলাপোতা গ্রাম পঞ্চায়েতের টাকি রোডের কয়েকশো ছাত্রী হিজাব পড়ে প্রায় ৫, কিলোমিটার পথ যাত্রা করলেন।

 

প্রত্যেকের হাতে ছিল ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, শিক্ষা চাই পোশাক স্বাধীনতা এই দাবিতে মহা মিছিল। বিশিষ্ট সমাজসেবী বাকি বিল্লাহ ইসলাম নেতৃত্বে ছাত্রীরা তাদের পোশাক স্বাধীনতায় হস্তক্ষেপ করা গর্জে উঠল। ছাত্রী আয়েশা খাতুন তানিয়া সুলতানা বলেন যেভাবে শিক্ষাক্ষেত্রে ও অগণতান্ত্রিক পদ্ধতিতে হস্তক্ষেপ করছে। সেটা কখনো ভারতবর্ষের মতো দেশে কাম্য নয়।

 

আমরা যেমন শিক্ষার স্বাধীনতা চাই, চাই পোশাকের স্বাধীনতা। তাই আজ আমরা মিছিল বের করলাম। একদিকে পথচলতি মানুষ বিশিষ্টজন ও গুণীজনদের নজরে আনা। অন্যদিকে আমাদের অধিকার রক্ষায় আমরা দায়বদ্ধ।

 

আর ও পড়ুন     ভুয়ো ওয়েবসাইট,মেল আইডি খুলে প্রতারণা, গ্রেফতার এক

 

উল্লেখ্য, পোশাক পরিধানের অধিকার, টাকি রোডে ছাত্রীদের মিছিল। উত্তর ২৪পরগনা জেলার   বসিহাট মহাকুমার বিভিন্ন মাদ্রাসা, কলেজের ছাত্রীরা হিজাব পড়ার ব্যক্তি স্বাধীনতা রক্ষায় কয়েকশো ছাত্রী মিছিল শুরু করলো। আজ মাটিয়া থানা খোলাপোতা গ্রাম পঞ্চায়েতের টাকি রোডের কয়েকশো ছাত্রী হিজাব পড়ে প্রায় ৫, কিলোমিটার পথ যাত্রা করলেন।প্রত্যেকের হাতে ছিল ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, শিক্ষা চাই পোশাক স্বাধীনতা এই দাবিতে মহা মিছিল। বিশিষ্ট সমাজসেবী বাকি বিল্লাহ ইসলাম নেতৃত্বে ছাত্রীরা তাদের পোশাক স্বাধীনতায় হস্তক্ষেপ করা গর্জে উঠল।

 

ছাত্রী আয়েশা খাতুন তানিয়া সুলতানা বলেন যেভাবে শিক্ষাক্ষেত্রে ও অগণতান্ত্রিক পদ্ধতিতে হস্তক্ষেপ করছে। সেটা কখনো ভারতবর্ষের মতো দেশে কাম্য নয়। আমরা যেমন শিক্ষার স্বাধীনতা চাই, চাই পোশাকের স্বাধীনতা। তাই আজ আমরা মিছিল বের করলাম। একদিকে পথচলতি মানুষ বিশিষ্টজন ও গুণীজনদের নজরে আনা। অন্যদিকে আমাদের অধিকার রক্ষায় আমরা দায়বদ্ধ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top