টানা তাপপ্রবাহের জেরে লক্ষাধিক টাকার ক্ষতির সন্মুখীন তরমুজ চাষীরা

টানা তাপপ্রবাহের জেরে লক্ষাধিক টাকার ক্ষতির সন্মুখীন তরমুজ চাষীরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
টানা

টানা তাপপ্রবাহের জেরে লক্ষাধিক টাকার ক্ষতির সন্মুখীন তরমুজ চাষীরা। তীব্র দাবদাহের পর বৃষ্টিতে তরমুজ চাষে ব্যপক ক্ষতি৷ ফলন ভালো হয়নি৷ মাঠেই ফেটে গিয়েছে তরমুজ। এক একটি তরমুজের ওজন ৪ থেকে সাড়ে ৪ কেজি হয়। সেই জায়গায় এক থেকে দেড় কেজি ওজনের তরমুজ হয়েছে। মাথায় হাত চাষিদের।

 

বীরভূম জেলায় সাধারণত ধান, তিল, আলু ও বিভিন্ন সব্জি চাষ হয়ে থেকে। মুনাফার জন্য নানুরের বহু চাষি কয়েক বছর ধরে তরমুজ চাষ শুরু করেছেন। কিন্তু, এবছর তরমুজ চাষে ক্ষতিগ্রস্ত চাষিরা৷ কারন, টানা ১৫ দিন বীরভূমের তাপমাত্রা ছিল ৪০ থেকে ৪২ ডিগ্রি সেন্টিগ্রেড।

 

তারমধ্যে তাপপ্রবাহ। এরপরে এখন ঘন ঘন বৃষ্টি হচ্ছে। এতে মাঠেই ফেটে গিয়েছে ফলনত তরমুজ৷ একটি পরিণত তরমুজের ওজন ৪ থেকে সাড়ে ৪ কেজি হয়ে থাকে৷ এবার ১ থেকে দেড় কেজি ওজনের তরমুজ ফলেছে। আর এতেই কার্যত মাথায় হাত পরেছে নানুরের চাষিদের৷ তাদের কাছ থেকে জানা গিয়েছে, ২ বিঘা জমিতে তরমুজ চাষ করতে প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়৷ এর থেকে প্রায় দেড় লক্ষ টাকা উঠে আসে৷ বাজারে তরমুজের চাহিদা থাকলেও ফলন ভালো হয়নি বলে আক্ষেপ চাষিদের।

 

আর ও পড়ুন    দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ক্রমশ শক্তিশালী হচ্ছে 

 

তরমুজ চাষি জীবন থাণ্ডার, এনাই শেখ বলেন, “প্রচণ্ড রোদ ছিল, আর এখন বৃষ্টিতে তরমুজের খুব ক্ষতি হয়ে গেল৷ ফলন ভালো হয়নি, ওজন ভালো হয়নি৷ দু বিঘা জমিতে তরমুজ চাষ করতে ৫০ হাজার টাকা খরচ করেছি। এবার ৩০ হাজার টাকাও উঠবে না৷

 

টানা তাপপ্রবাহের জেরে লক্ষাধিক টাকার ক্ষতির সন্মুখীন তরমুজ চাষীরা। তীব্র দাবদাহের পর বৃষ্টিতে তরমুজ চাষে ব্যপক ক্ষতি৷ ফলন ভালো হয়নি৷ মাঠেই ফেটে গিয়েছে তরমুজ। এক একটি তরমুজের ওজন ৪ থেকে সাড়ে ৪ কেজি হয়। সেই জায়গায় এক থেকে দেড় কেজি ওজনের তরমুজ হয়েছে। মাথায় হাত চাষিদের।

 

বীরভূম জেলায় সাধারণত ধান, তিল, আলু ও বিভিন্ন সব্জি চাষ হয়ে থেকে। মুনাফার জন্য নানুরের বহু চাষি কয়েক বছর ধরে তরমুজ চাষ শুরু করেছেন। কিন্তু, এবছর তরমুজ চাষে ক্ষতিগ্রস্ত চাষিরা৷ কারন, টানা ১৫ দিন বীরভূমের তাপমাত্রা ছিল ৪০ থেকে ৪২ ডিগ্রি সেন্টিগ্রেড।

 

তারমধ্যে তাপপ্রবাহ। এরপরে এখন ঘন ঘন বৃষ্টি হচ্ছে। এতে মাঠেই ফেটে গিয়েছে ফলনত তরমুজ৷ একটি পরিণত তরমুজের ওজন ৪ থেকে সাড়ে ৪ কেজি হয়ে থাকে৷ এবার ১ থেকে দেড় কেজি ওজনের তরমুজ ফলেছে। আর এতেই কার্যত মাথায় হাত পরেছে নানুরের চাষিদের৷ তাদের কাছ থেকে জানা গিয়েছে, ২ বিঘা জমিতে তরমুজ চাষ করতে প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়৷ এর থেকে প্রায় দেড় লক্ষ টাকা উঠে আসে৷ বাজারে তরমুজের চাহিদা থাকলেও ফলন ভালো হয়নি বলে আক্ষেপ চাষিদের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top