রাজ্য – কাটছেই না দুর্যোগ। টানা পাঁচ দিন ধরে লাগাতার বৃষ্টিপাত ও সমুদ্র উত্তাল অবস্থার কারণে গভীর সমুদ্রে মাছ ধরার কাজ কার্যত বন্ধ হয়ে গিয়েছে। বাধ্য হয়ে উপকূলের দিকে ফিরে আসছে একের পর এক মাছ ধরার ট্রলার। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন শত শত মৎস্যজীবী পরিবার।
মৎস্যজীবী সংগঠন সূত্রে খবর, দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে গভীর সমুদ্রে ট্রলার নোঙর করে মাছ ধরার মতো পরিস্থিতি নেই। বিশাল ঢেউ আর প্রবল স্রোতের কারণে ট্রলার চালানোও বিপজ্জনক হয়ে উঠেছে। ফলে মাছ থাকলেও জাল ফেলার উপায় নেই বলে জানাচ্ছেন মৎস্যজীবীরা।
মৎস্যজীবীদের দাবি, সরকারি নিষেধাজ্ঞা ওঠার পর প্রথম কয়েক দিন ভালো মাছ ধরা গেলেও এরপর থেকেই আবহাওয়ার হঠাৎ খামখেয়ালিপনায় কার্যত থমকে গিয়েছে তাঁদের জীবিকা। অনেকেই জানান, একাধিকবার গভীর সমুদ্রে গিয়ে ফিরে আসতে হচ্ছে খালি হাতে। যা প্রতিদিনই বাড়িয়ে তুলছে লোকসানের বোঝা।
বর্তমানে উপকূলের কাছাকাছি ট্রলারগুলিই অবস্থান করছে। মাছ ধরার কাজ পুরোপুরি বন্ধ না হলেও গভীর সমুদ্রের মূল্যবান মাছ ধরা সম্ভব হচ্ছে না।
মৎস্যজীবী সংগঠনের তরফে জানানো হয়েছে, আবহাওয়া ঠিক না হলে মাছ ধরার কাজ স্বাভাবিক হতে সময় লাগবে। আবহাওয়ার উন্নতির আশায় এখন তাকিয়ে রয়েছে গোটা উপকূল।
