হুগলি – গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে হুগলির গোঘাট ২ নম্বর ব্লকে। সাত দিনের নিম্নচাপের আজ তৃতীয় দিন, আর তার জেরে বিপর্যস্ত পশ্চিম পাড়া অঞ্চল।
রঙ্গবতী ও তারাজুলি খালের সংযোগস্থলে থাকা গুরুত্বপূর্ণ সেতুটি ফের ভেঙে পড়েছে। কিছুদিন আগেই ভেঙে পড়া এই সেতুর তড়িঘড়ি সংস্কার শুরু হলেও, নড়বড়ে কাঠামো ও নিম্নমানের কাজের জন্য তা আবারও পারাপারের অযোগ্য হয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ গ্রামাঞ্চল। বহু রাস্তা ও সেতু জলের নিচে, ফলে যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। এর সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়েছে কৃষিতে।
জলে ডুবে গেছে চাষের জমি, ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকেরা। এখনও যেসব জমিতে তিল কাটা হয়নি, তা জলে ডুবে গেছে। আর যেটুকু ফসল কাটা হয়েছিল, তা ভেসে গেছে জলের তোড়ে। একই অবস্থা সবজি চাষেও — পচে যাচ্ছে ক্ষেতের ফসল।
একদিকে ফসলহানি, অন্যদিকে যোগাযোগ বিপর্যয়— গোঘাটে সৃষ্টি হয়েছে গভীর সংকট।
প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করছেন এলাকাবাসী। ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষতিপূরণ ও জরুরি সহায়তার আবেদন জানিয়েছেন স্থানীয় প্রশাসনের কাছে।
