টানা বৃষ্টিতে জলের তলায় ঝাড়গ্রামের একাধিক কজওয়ে, বন্ধ যাতায়াত

টানা বৃষ্টিতে জলের তলায় ঝাড়গ্রামের একাধিক কজওয়ে, বন্ধ যাতায়াত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



ঝাড়গ্রাম – নিম্নচাপের জেরে টানা ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত ঝাড়গ্রামের একাধিক কজওয়ে। গতকাল থেকে লাগাতার বৃষ্টির ফলে জামবনি ও ডুলুন নদীর উপর থাকা কজওয়ের উপর দিয়ে তীব্র স্রোতে জল বইছে, যার ফলে জামবনি ও ঝাড়গ্রামের মধ্যে যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়েছে। স্থানীয়দের যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় এলাকায় চরম ভোগান্তি তৈরি হয়েছে।

চলতি মরসুমে দ্বিতীয়বার প্লাবিত হল এই রাস্তা। বুধবার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে গত ৪৮ ঘণ্টায় ঝাড়গ্রাম জুড়ে জনজীবন প্রায় অচল হয়ে পড়েছে। জামবনি ব্লকের গিধ্নি থেকে সদর ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একইভাবে, গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। গোয়ালমারার কজওয়ের উপর দিয়েও এখন জল বইছে, ফলে পরিস্থিতি আরও জটিল হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top