উত্তরবঙ্গ – টানা বৃষ্টিতে উত্তরবঙ্গ কার্যত ভাসছে। দার্জিলিংয়ে তিস্তা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে, যার ফলে তিস্তা বাজার ও আশপাশের এলাকাগুলি ইতিমধ্যেই প্লাবিত হতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা চরম বিপদের মুখে পড়েছেন। লাগাতার বৃষ্টি এবং ভূমিধসের কারণে দার্জিলিং থেকে গ্যাংটক যাওয়ার প্রধান সড়কটিও বন্ধ হয়ে গেছে। ফলে উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
এই প্রাকৃতিক দুর্যোগে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন তৎপর রয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
