পূর্ব বর্ধমান – র্পূর্ব বর্ধমান জেলার রায়না ২ নম্বর ব্লকের ফতেপুর গ্রামে টানা বর্ষণের জেরে মঙ্গলবার বিকেলে ঘটে গেল এক আতঙ্কের ঘটনা। পহলানপুর অঞ্চলের বাসিন্দা বিশ্বজিৎ ঘোষের বহু পুরনো মাটির বাড়ির একাংশ হঠাৎ করেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সৌভাগ্যবশত সেই সময় বাড়ির সদস্যরা বাইরে থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। প্রাণে বেঁচে যান একই পরিবারের তিনজন সদস্য।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রায়না ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি সৈয়দ কলিমুদ্দিন বাপ্পা। ক্ষতিগ্রস্ত পরিবারটির সঙ্গে কথা বলে তিনি পাশে থাকার আশ্বাস দেন। তিনি জানান, “বিপর্যয় মোকাবিলা দল এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সবরকম সাহায্য দেওয়া হবে। প্রাথমিক ভাবে আবাসন, খাদ্য ও ত্রাণ সহায়তা নিয়ে আলোচনা হয়েছে।”
বাড়ির মালিক বিশ্বজিৎ ঘোষ বলেন, “অনেক দিনের পুরনো বাড়ি ছিল, টানা বৃষ্টিতে দেওয়াল ভিজে দুর্বল হয়ে গিয়েছিল। হঠাৎই ভেঙে পড়ে। ভাগ্য ভালো আমরা বাইরে ছিলাম, না হলে প্রাণে বাঁচতে পারতাম না। এখন সবচেয়ে বড় সমস্যা মাথা গোঁজার ঠাঁই।”
স্থানীয়দের মতে, গ্রামের বহু পুরনো মাটির বাড়ির অবস্থা আশঙ্কাজনক। বর্ষার আগে এগুলির সংস্কার করা অত্যন্ত জরুরি। ইতিমধ্যেই প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা শুরু করেছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারটির দ্রুত পুনর্বাসনের জন্য ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
