রাজ্য – দুর্যোগ ও দুর্ভোগ যেন পিছু ছাড়ছে না বাংলার। আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই জানিয়েছে যে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে টানা পাঁচদিন ধরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরইমধ্যে একটানা বৃষ্টিতে তাপমাত্রার পারদ কিছুটা নেমে যাওয়ায় গলদঘর্ম পরিস্থিতি থেকে রাজ্যবাসী খানিকটা স্বস্তি পেয়েছে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় আজ দিনভর বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সব জেলাতেই জারি হয়েছে হলুদ সতর্কতা। বৃহস্পতিবার থেকে রাজ্যের জেলায় জেলায় ফের ভারী বৃষ্টির দাপট বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ওইদিন বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও নদিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। শনিবার হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গের পরিস্থিতিও একই রকম উদ্বেগজনক। আজ উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারেও ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি রয়েছে।
