নিজস্ব সংবাদদাতা, কোলকাতা :- বেলেঘাটার একটি দেড়শো বছর পুরনো বাড়ি ভেঙে পড়লো, মৃত এক আহত আর একজন। গত কাল থেকে লাগাতার বৃষ্টির ফলে ৫৫ বেলিয়াঘাটা মেন রোডের একটি বাড়ি ভেঙে পড়ে। বহু পুরোনো বাড়ি ভেঙে যাওয়ায় ধ্বংসস্তূপে আটকে পড়েন দুজন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও বিপর্যয় মুকাবালা দফতরের আধিকারিকরা, সঙ্গে সঙ্গে তারা উদ্ধার কাজে নামেন। ধ্বংসস্তূপে আটকে পড়া দুজনকে উদ্ধার করেন তারা। তার মধ্যে একজন বৃদ্ধ তিনি গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে জানান চিকিৎসকরা। এই দেড়শো বছর পুরোনো বাড়িতেতে বৃদ্ধ, তাঁর ছেলে , বৌমা ও নাতি থাকতেন বলে জানা গেছে। বাকিরা সুরক্ষিত থাকলে ও গুরুতর আহত হয়ে হাসপাতালে মারা যান সেই বৃদ্ধ। এই বাবত পুরসভাকে রিপোর্ট দেবে দমকল বলে জানিয়েছেন তারা।