রাজ্য – টানা কয়েকদিনের বৃষ্টির পর অবশেষে শহরে রোদ উঠেছে। সোমবার থেকেই কলকাতার আকাশ পরিষ্কার হতে শুরু করেছে। যদিও কিছু জায়গায় বিক্ষিপ্ত মেঘের দেখা মিলেছে, তবুও মোটের ওপর রোদঝলমলে আবহাওয়া বিরাজ করছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা বর্তমানে দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এদিকে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হবে একটি নিম্নচাপ।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, এই নিম্নচাপের প্রধান প্রভাব পড়বে ওড়িশার উপকূলে এবং আংশিকভাবে বাংলার উপকূলীয় অঞ্চলে। তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির মতো কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের উপকূলীয় এবং পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ার মতো জেলাগুলিতে।
মঙ্গলবার ও বুধবার বাংলা ও ওড়িশায় মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ জারি করেছে আবহাওয়া দফতর। পাশাপাশি জানানো হয়েছে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে কমবে। উপকূলীয় ও পশ্চিমের কিছু জেলায় অল্প সময়ের জন্য বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
কলকাতার আকাশে ইতিমধ্যেই দেখা গিয়েছে শরতের পেঁজা তুলোর মতো মেঘ। তাপমাত্রারও সামান্য পরিবর্তন হতে পারে। বৃহস্পতিবারের মধ্যে কলকাতার দিনের তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। ফলে টানা বৃষ্টির পর শহরে ফের রোদঝলমলে আবহাওয়া বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।
