নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৮ জানুয়ারি, নাগরিকত্ব সংশোধনী আইন ও NRC -এর প্রতিবাদে আজ ২৪ ঘন্টার ধর্মঘট ডাকা হয়।আর তার জেরে আজ শহর কলকাতায় নেমেছে বন্ধ সমর্থকরা।চিনার পার্ক মোড়ে টানা ৪৮ ঘন্টা ধরে NRC ও CAA এর প্রতিবাদে অনশন চালিয়ে গেছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য শেখ বিবি ও যুব কংগ্রেসের সভাপতি তপন মাইতি।
NRC CAA সহ অর্থনৈতিক সমস্যা ও দ্রব্যমূল্য বৃদ্ধির জেরে এই অনশনে বসেছেন তাঁরা।কংগ্রেস কমিটির সদস্য শেখ বিবি আজ অনশন মঞ্চ থেকেই এই বন্ধ নিয়ে সরব হন। তিনি বলেন, মোদী ও মমতা দুজনেই দেশ ভাগ করার পথে হাটছে। সাথে ৩৪ বছর আগে সিপিএম বন্ধ না মেনে যেটা করতো আজ দিদি তাই করছে।জোড় করে অটো-বাস চালানোর হুমকি দিচ্ছে।কিন্তু তারপরও বন্ধ পুরোপুরি স্বার্থক হয়েছে এমনটাই দাবি করেন তিনি।