টানা চার মাস ধরে সান্মানিক না পেয়ে বিপাকে সহায়িকারা

টানা চার মাস ধরে সান্মানিক না পেয়ে বিপাকে সহায়িকারা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

টানা চারনাস ধরে সান্মানিক না পেয়ে বিপাকে পুর এলাকার বিভিন্ন এসএসকে-র সহায়ক ও সহায়িকারা।ফালাকাটা পুরসভা হবার পর থেকেই নিজেদের সান্মানিক পাচ্ছেন না তারা। এমএসকে সম্প্রসারকদের অবস্থাও একই।বারংবার আর্জি জানিয়েও সান্মানিক না পেয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে তাদের।এবার পঠন পাঠন বন্ধ রেখেই সান্মানিকের দাবিতে পুরসভা অফিসে অনশনে বসার হুমকি দিলেন তারা।

 

দ্রুত দাবি না মিটলে তারা অবস্থানে বসবেন বলে সহায়ক, সহায়িকাদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।যদিও তাদের সান্মানিকের বিষয়টি সহানুভূতির সঙ্গেই দেখা হচ্ছে বলে পুরসভা কর্তৃপক্ষ জানিয়েছে। ফালাকাটা পুরসভার চেয়ারম্যান প্রদীপ মুহুরি বলেন,সহায়ক, সহায়িকাদের সান্মানিকের বিষয়টি ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।আশা করছি আগামী মাসের প্রথমেই তারা সান্মানিক পেয়ে যাবেন।

 

মানব সম্পদ উন্নয়ন সহায়ক কর্মী ইউনিয়নের ফালাকাটা ব্লক সভানেত্রী মঞ্জু তেওয়ারি বলেন, প্রশাসনিক জটিলতার কারনেই সান্মানিক পাচ্ছি না।সংসার চালাতে এই সান্মানিকই আমাদের ভরসা।চার মাস ধরে তা না পেয়ে কঠিন অবস্থায় দিন কাটছে। কার্যত দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে।খুব শীঘ্রই আমরা বকেয়া সান্মানিকের দাবিতে পুরসভা অফিসে অবস্থানে বসব।

আরও পড়ুন – চরম উত্তেজনা ক্ষীরপাই পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ডে

উল্লেখ্য,ফালাকাটাঃটানা চারনাস ধরে সান্মানিক না পেয়ে বিপাকে পুর এলাকার বিভিন্ন এসএসকে-র সহায়ক ও সহায়িকারা।ফালাকাটা পুরসভা হবার পর থেকেই নিজেদের সান্মানিক পাচ্ছেন না তারা।এমএসকে সম্প্রসারকদের অবস্থাও একই।বারংবার আর্জি জানিয়েও সান্মানিক না পেয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে তাদের।এবার পঠন পাঠন বন্ধ রেখেই সান্মানিকের দাবিতে পুরসভা অফিসে অনশনে বসার হুমকি দিলেন তারা।

 

দ্রুত দাবি না মিটলে তারা অবস্থানে বসবেন বলে সহায়ক, সহায়িকাদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।যদিও তাদের সান্মানিকের বিষয়টি সহানুভূতির সঙ্গেই দেখা হচ্ছে বলে পুরসভা কর্তৃপক্ষ জানিয়েছে। ফালাকাটা পুরসভার চেয়ারম্যান প্রদীপ মুহুরি বলেন,সহায়ক, সহায়িকাদের সান্মানিকের বিষয়টি ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।আশা করছি আগামী মাসের প্রথমেই তারা সান্মানিক পেয়ে যাবেন। মানব সম্পদ উন্নয়ন সহায়ক কর্মী ইউনিয়নের ফালাকাটা ব্লক সভানেত্রী মঞ্জু তেওয়ারি বলেন, প্রশাসনিক জটিলতার কারনেই সান্মানিক পাচ্ছি না। টানা

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top