কলকাতা – টালিগঞ্জের ম্যুর অ্যাভিনিউ এলাকায় শনিবার সকালে এক রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, এলাকার একটি বহুতলের ছাদ থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে দ্রুত তাঁকে এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনও অস্বাভাবিক পরিস্থিতির ফল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। স্থানীয়দের মধ্যে ঘটনার পর থেকে উত্তেজনা বিরাজ করছে। প্রতিবেশীরা জানিয়েছেন, মৃত বৃদ্ধকে তাঁদের কাছে একেবারেই স্বাভাবিক মনে হত। হঠাৎ এমন ঘটনায় কৌতূহল ও জল্পনা আরও বেড়েছে।
পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তবে পরিবারের তরফে অন্য কোনও আশঙ্কার দিকও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, আশপাশের সিসিটিভি ফুটেজও পরীক্ষা করে দেখা হচ্ছে।
এই আকস্মিক ঘটনায় টালিগঞ্জের ম্যুর অ্যাভিনিউ এলাকায় আতঙ্ক এবং কৌতূহল উভয়ই ছড়িয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তের ফলাফলের দিকে এখন তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
