স্পুটনিক লাইটের এক ডোজের টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়ালের ছাড়পত্র দিলো ভারত

স্পুটনিক লাইটের এক ডোজের টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়ালের ছাড়পত্র দিলো ভারত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
টিকার

স্পুটনিক লাইটের এক ডোজের টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়ালের ছাড়পত্র দিলো ভারত । রাশিয়ার করোনা ভ্যাকসিন  স্পুটনিক লাইটের এক ডোজের টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়ালের ছাড়পত্র দিল ড্রাগ কন্ট্রোলার জেনারল অফ ইন্ডিয়া। ডিসিজিআই এর তরফে জানানো হয়েছে, যে সমস্ত উপাদান দিয়ে স্পুটনিক ফাইভ তৈরি, তা ব্যবহার করেই তৈরি করা হয়েছে স্পুটনিক লাইট। স্পুটনিক ফাইভ এর একক ডোজ সংস্করণ হল স্পুটনিক লাইট।

 

উল্কলেখ্রোয, করোনার দ্বিতীয় ঢেউ ভারতে আছড়ে পড়ার পরই রাতারাতি পরিস্থিতির অবনতি হতে শুরু করে। দেশবাসীকে অল্প সময়ের মধ্যে আরও বেশি করে যাতে টিকা দেওয়া যায়, তা নিশ্চিত করতেই তড়িঘড়ি স্পুটনিক ফাইভকে ব্যবহারের ছাড়পত্র দেয় ভারত সরকার। তবে স্পুটনিক লাইটের তৃতীয় পর্যায়ের ট্রায়ালের অনুমোদন চেয়ে তা প্রথমবারে পায়নি ডঃ রেড্ডিস ল্যাব।

 

আর ও  পড়ুন    হলুদ শাড়িতে অনুরাগীদের নজর কাড়লেন বলিউডের ‘মস্তানি’ এই অভিনেত্রী

 

গত, জুলাই মাসে ট্রায়ালের অনুমোদন না দেওয়া হলেও সেপ্টেম্বরে শেষ পর্যন্ত এই অনুমোদন দেওয়া হল। এই মুহূর্তে ভারত সহ আরও অনেকগুলি দেশ রাশিয়ার করোনা টিকা স্পুটনিক ফাইভ ব্যবহার করছে।
ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে।

 

এই পরিস্থিতিতে জানা গেছে, স্পুটনিক লাইটের সিঙ্গল ডোজের টিকা করোনার বিরুদ্ধে লড়াইয়ে ৭৮.৬ থেকে ৮৩.৭ শতাংশ কার্যকরী। স্পুটনিক ফাইভ এর দুটি ডোজের থেকে এই কার্যকারিতার হার বেশি। স্পুটনিক লাইট টিকা নেওয়ার পর হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা ৮২.১ থেকে ৮৭.৬ শতাংশ কম বলে দাবি করা হয়েছে।

 

উল্লেখ্য, ডিসিজিআই এর তরফে জানানো হয়েছে, যে সমস্ত উপাদান দিয়ে স্পুটনিক ফাইভ তৈরি, তা ব্যবহার করেই তৈরি করা হয়েছে স্পুটনিক লাইট। স্পুটনিক ফাইভ এর একক ডোজ সংস্করণ হল স্পুটনিক লাইট। টিকার উল্কলেখ্রোয, করোনার দ্বিতীয় ঢেউ ভারতে আছড়ে পড়ার পরই রাতারাতি পরিস্থিতির অবনতি হতে শুরু করে। দেশবাসীকে অল্প সময়ের মধ্যে আরও বেশি করে যাতে টিকা দেওয়া যায়, তা নিশ্চিত করতেই তড়িঘড়ি স্পুটনিক ফাইভকে ব্যবহারের ছাড়পত্র দেয় ভারত সরকার। তবে স্পুটনিক লাইটের তৃতীয় পর্যায়ের ট্রায়ালের অনুমোদন চেয়ে তা প্রথমবারে পায়নি ডঃ রেড্ডিস ল্যাব।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top