টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করলেন শোভন-পুত্র

টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করলেন শোভন-পুত্র

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
টিকিট

টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করলেন শোভন-পুত্র।  আসন্ন কলকাতা পুরভোটে প্রার্থীতালিকা ঘোষণা করল তৃণমূল। ১৪৪টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল। শুক্রবারই কালীঘাটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় বৈঠকে বসেন। তারপরেই আনুষ্ঠানিকভাবে প্রার্থীতালিকা প্রকাশ করা হয়। তবে জল্পনা করা হচ্ছিল, বাবুল সুপ্রিয় মেয়র পদের প্রার্থী হবেন। তবে দেখা যাচ্ছে, সেই প্রার্থীতালিকায় তাঁর নাম নেই। অন্যদিকে, শোভনদেব চট্টোপাধ্যায়ের ছেলে সায়নদেব কলকাতা পুরভোটে টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

 

তিনি টুইট করেছেন। লিখেছেন, যখন তাঁর ত্যাগের দরকার পড়েছে, তারা আশ্বাস দিয়েছে, যখন সেই ত্যাগ-পর্ব মিটে গিয়েছে, তখন তারা বলেছে, এখনও সময় আসেছি। মোদ্দা কথা হল, নিজের সময় না আসা পর্যন্ত, অন্যদের জন্য় করে যাও। জানা গিয়েছে তৃণমূলে এবার প্রার্থীদের মধ্যে ৪০ জন পুরষ। মহিলা প্রার্থী ৪৫ জন। তফশিলি জাতিভুক্ত প্রার্থী রয়েছেন ১৯ জন। সংখ্যালঘু প্রার্থী ২৩ জন। এঁদের মধ্যে ২ জন খ্রিষ্টান। পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘মেয়র মুখ করে তৃণমূল কলকাতায় লড়াই করবে না। ভোটের ফলাফলের পরই মেয়র নির্বাচিত হবেন।’

 

আর ও পড়ুন    দাম্পত্য সম্পর্ক সুখময় করতে এগুলি ট্রাই করুন

 

তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ১৪৪টি ওয়ার্ডে শাসক শিবিরের প্রার্থী তালিকার বিষয়টি জানান। এদিন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় প্রার্থীতালিকা প্রকাশ করেন। দেখা যাচ্ছে, সেখান একজন সাংসদ এবং ৫ জন বিধায়ক প্রার্থী হয়েছেন। মালা রায় দক্ষিণ কলকাতার সাংসদ। বিধায়কদের মধ্যে রয়েছেন ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার, অতীন ঘোষ, রত্না চট্টোপাধ্যায় এবং পরেশ পাল। কিছুদিন আগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় যোগ দিয়েছিলেন তৃণমূলে। তবে এই প্রার্থীতালিকায় নেই তিনি।

 

সূত্র মারফত জানা গিয়েছে, এদিন প্রশান্ত কিশোর কালীঘাটে মমতা বন্দ্য়োপাধ্যায়ের বাড়িতে গিয়ে তৃণমূলের তালিকা প্রার্থী নিয়ে আলোচনা করেন। একইসঙ্গে নয়া দিল্লিতেতেও দলের অভিমুখ কী হবে, শীতকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের স্ট্য়ান্ড পয়েন্ট কী হবে, এনিয়ে বৈঠক করেন মমতা, অভিষেক এবং প্রশান্ত কিশোর। উল্লেখ্য, কলকাতা পুরসভা ১৪৪ টি ওয়ার্ডে ভোট। মেয়াদ শেষ হলেও রাজ্যে ২০১৮ সালের পর থেকে পুরভোট হয়নি। রাজ্যোর মোট ১১৬ টি পুর নিগম এবং পুরসভার ভোট বাকি রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top