টিটাগড়ে স্কুলে বোমাবাজির ঘটনায় ধৃত ৪। গত শনিবার ক্লাস চলাকালীন টিটাগড়ের ১৯ নম্বর ওয়ার্ডের সাউথ স্টেশন রোডে “ফ্রি ইন্ডিয়া হাইস্কুলের” ছাদে বোমা বিস্ফোরণেথ ঘটনার তদন্তে নেমে পুলিশ চার যুবককে গ্রেফতার করেছে। রবিবার সকালে টিটাগড় থানায় সাংবাদিক সম্মেলনে করে ব্যারাকপুরের নগরপাল অলোক রাজোরিয়া জানান,গতকালই তদন্তে নেমে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হয়।
সেই ফুটেজ খতিয়ে দেখে চারজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে টিটাগড়েরই উড়ান পাড়া ও এ কে আজাদ রোড থেকে ওদেরকে পাকড়াও করা হয়েছে। ধৃতদের নাম মহম্মদ ইস্তিখার ওরফে মহম্মদ আরিয়ান (১৯),এহসান আলী ওরফে বাবলু(১৮), সিদ্দিক হোসেন আনসারি (১৮) ও মহম্মদ রেহান (১৮)। এছাড়াও মহম্মদ রেহানের বাড়ি থেকে দশটি তাজা বোমাও উদ্ধার করা হয়েছে। নগরপাল জানান, প্রাথমিকভাবে ধৃত চারজনের বিরুদ্ধে কোন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকার সন্ধান পাওয়া যায়নি।
কিছু ছাত্রের ওপর ব্যাক্তিগত আক্রোশের জেরেই ওরা স্কুলের ছাদে বোমা মেরেছে। তদন্তে এখনও পর্যন্ত জানা গেছে স্কুলের পাশের একটি বহুতল থেকেই বোমাটি ছোঁড়া হয়েছিল। ওখানকার সিসিটিভির ফুটেজে ওদের উপস্থিতিও ধরা পড়েছে। ধৃতদের হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ আর কেউ এই ঘটনার সাথে জড়িত আছে কিনা তা জানার চেষ্টা করবে। এদিকে বোমাবাজির ঘটনায় এনআইএ তদন্তের দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে তদন্তের ব্যাপারে চিঠি দেবেন।
আরও পড়ুন – চন্দ্রজিত পাত্র পরিচালিত MY DEAR SIR সিনেমা দর্শক মহলে যথেষ্ট সাড়া ফেলেছে
উল্লেখ্য, গত শনিবার ক্লাস চলাকালীন টিটাগড়ের ১৯ নম্বর ওয়ার্ডের সাউথ স্টেশন রোডে “ফ্রি ইন্ডিয়া হাইস্কুলের” ছাদে বোমা বিস্ফোরণেথ ঘটনার তদন্তে নেমে পুলিশ চার যুবককে গ্রেফতার করেছে। রবিবার সকালে টিটাগড় থানায় সাংবাদিক সম্মেলনে করে ব্যারাকপুরের নগরপাল অলোক রাজোরিয়া জানান,গতকালই তদন্তে নেমে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হয়। সেই ফুটেজ খতিয়ে দেখে চারজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে টিটাগড়েরই উড়ান পাড়া ও এ কে আজাদ রোড থেকে ওদেরকে পাকড়াও করা হয়েছে। ধৃতদের নাম মহম্মদ ইস্তিখার ওরফে মহম্মদ আরিয়ান (১৯),এহসান আলী ওরফে বাবলু(১৮), সিদ্দিক হোসেন আনসারি (১৮) ও মহম্মদ রেহান (১৮)। এছাড়াও মহম্মদ রেহানের বাড়ি থেকে দশটি তাজা বোমাও উদ্ধার করা হয়েছে। টিটাগড়ে স্কুলে