টিটাগড়ে স্কুল চলাকালীন স্কুলের ছাদে বোমা বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক। টিটাগড় মাছ বাজার সংলগ্ন ১৯ নম্বর ওয়ার্ডের সাউথ স্টেশন রোডে স্কুল চলাকালীন স্কুলের ছাদে বোমা বিষ্ফোরনের ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়ালো। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার সকাল সোয়া বারোটা নাগাদ স্কুল চলাকালীন ওই এলাকার “ফ্রী ইন্ডিয়া হাই স্কুলের” চার তলার ছাদে আচমকাই তীব্র বিষ্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় স্কুল চত্বর সহ আশেপাশের অঞ্চল রীতিমতো কেঁপে ওঠে। আতঙ্কে স্কুলের ভেতরে থাকা ছাত্র-ছাত্রীরা থেকে শুরু করে শিক্ষক- শিক্ষিকারাও ছোটাছুটি শুরু করে দেয়।
বোমার বিস্ফোরণের বিকট আওয়াজে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর চাউর হতেই আতঙ্কিত হয়ে ছাত্র-ছাত্রীদের অভিভাবকরাও স্কুল চত্বরে ভিড় জমান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে টিটাগড় থানার বিশাল পুলিশ বাহিনী ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পদস্থ আধিকারিকরা। এছাড়াও আসেন স্থানীয় পুরপিতা তথা টিটাগড় পুরসভার উপ- পুরোপ্রধান মহম্মদ জলীল ও পুরপ্রধান কমলেশ সাউ। যদিও কে বা কারা কি উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটালো,নাকি আগে থেকেই ছাদে বোমা মজুদ করে রাখা ছিল, তা এখনো স্পষ্ট নয়।
আরও পড়ুন – হাই মাদ্রাসা স্কুলের পরিচালন সমিতির নির্বাচন উপলক্ষ্যে নমিনেশন দাখিল তৃণমূলের
এদিনের ঘটনা প্রসঙ্গে স্কুলের সহকারী প্রধান শিক্ষক খালিদ তানভীর বলেন,২৫ বছর ধরে এখানে শিক্ষকতা করছি। এতদিনের কর্মজীবনে এই ধরনের ঘটনা প্রথমবার দেখলাম। তার কথায় দ্বিতীয় প্রিয়াড চলাকালীন ছাদের ওপর একটা বিকট শব্দ হয়। ছাদে উঠে দেখি বোমা পড়েছে। সর্বত্র বোমার স্প্রিন্টার ছড়িয়ে রয়েছে। কোথা থেকে বোমা পড়ল তা বলতে পারব না। তার আরও বক্তব্য, স্কুলের ভেতর থেকে ছাদে গিয়ে কেউ এই কাজ করতেই পারে না। কেনোনা ছাদের সিঁড়ির দরজা নিচ থেকেই বন্ধ থাকে। এলাকটি ঘনবসতিপূর্ণ।
তাই বাইরের বহুতল থেকে কেউ এই কাজ করে থাকতে পারে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। উপ-পুরপ্রধান মহম্মদ জলীল বলেন,এখানে এক হাজারের ওপর ছাত্র-ছাত্রী পড়াশোনা করে। স্কুল চলাকালীন এই ধরনের ঘটনা কোন ভাবেই বরদাস্ত করা যায় না। তাছাড়া কেউই এই ঘটনাকে ভালো ভাবে নেবে না। আমার জীবনে এই ধরণের ঘটনা প্রথমবার শুনলাম এবং দেখলাম। তিনি এদিন হুশিয়ারী দিয়ে বলেন,কার এত সাহস যে স্কুল চলাকালীন বোমা মারে ? এটা মেনে নেওয়া যাবে না। পুলিশকে বিষয়টি বলা হয়েছে। ওরা তদন্ত করছে।
যারাই এই কাজ করে থাকুক না কেন ধরা পড়বেই। ঘটনাস্থলে এসে ব্যারাকপুর কমিশনারেটের ডিসি সেন্ট্রাল আশিষ মৌর্য বলেন, এদিন সোয়া বারোটা নাগাদ স্কুলের ছাদে একটা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।বোমাটি ছাদেই মজুত করে রাখা ছিল নাকি কেউ বোমাটি ছুড়ে মেরেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। কি ধরনের বিস্ফোরক ছিল তা জানতে প্রয়জনে ফরেন্সিক বিশেষজ্ঞদের ডাকা হবে। এমকি তদন্তের স্বার্থে এলাকার মানুষজনকে জিঞ্জাসাবাদের পাশাপাশি এলাকার সিসিটিভির ফুটেজও খতিয়ে দেখা হবে।
যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাঁরা নিশ্চয়ই ধরা পড়বে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেন,প্রশাসনকে অতি সক্রিয় হয়ে দোষীদের গ্রেফতার করতে হবে। তার দাবি,কাউকে ভয় দেখানোর জন্যই এই কাজ করা হয়েছে। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে এদিন অর্জুনের প্রতিক্রিয়া, ওদের দেখা উচিত অপরাধীরা গ্রেফতার হচ্ছে কিনা। তা না দেখেই ওরা বাংলাকে ম্যালাইন করার চেষ্টা করছে।