টিন ভাঙ্গা, লোহা ভাঙ্গার দোকানে চুরির মালপত্র বিক্রি কে ঘিরে উত্তাল চন্দ্রকোনা

টিন ভাঙ্গা, লোহা ভাঙ্গার দোকানে চুরির মালপত্র বিক্রি কে ঘিরে উত্তাল চন্দ্রকোনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

টিন ভাঙ্গা, লোহা ভাঙ্গার দোকানে চুরির মালপত্র বিক্রি কে ঘিরে উত্তাল চন্দ্রকোনা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নং ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের রঘুনাথগড় এলাকায় একটি টিন ভাঙা লোহা ভাঙা দোকানে চুরি হওয়া ট্রলি ভ্যান উদ্ধারকে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনা প্রসঙ্গে জানা যায় চন্দ্রকোনা পৌরসভার ৩ নং ওয়ার্ড রঘুনাথপুর এলাকার বাসিন্দা ভগীরথ সাহার বাড়ি থেকে একটি ট্রলি ভ্যান চুরি হয় শুক্রবার রাতে। পরদিন অর্থাৎ শনিবার সকালে তা খোঁজ করলে না মেলায় পাশ্ববর্তী এলাকা রঘুনাথগড়ে রুব্বান মির্জা নামের এক ব্যবসায়ীর টিন ভাঙা লোহা ভাঙা দোকানের গোডাউনে মিলে ভগীরথ সাহার চুরির যাওয়া ট্রলি ভ্যানটি।

 

আর এতেই ক্ষীপ্ত হয়ে উঠে ট্রলি ভ্যানের মালিক ভগীরথ সাহা। তার অভিযোগ, দোকানের মালিকের কাছে তার চুরি হওয়া ট্রলি ভ্যানটি চাইতে গেলে উল্টে হুমকি দেওয়া হয়। আর এতেই উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়, ভিড় জমে যায় বহু মানুষের। ভগীরথ সাহার অভিযোগ, রুব্বান মির্জা টিন ভাঙা, লোহা ভাঙা দোকানের আড়ালে চুরির জিনিসপত্র কেনাবেচা করে। তার চুরি যাওয়া ট্রলিটি পাওয়া গেছে রুব্বান মির্জার দোকানে তা চাইতে গেলে দুব্যবহার করেন দোকানের মালিক এমনই অভিযোগ।

আরও পড়ুন – তৃণমূল নেতার ছেলেকে গাছে বেঁধে মারধর চাকরি প্রার্থীদের

উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নং ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের রঘুনাথগড় এলাকায় একটি টিন ভাঙা লোহা ভাঙা দোকানে চুরি হওয়া ট্রলি ভ্যান উদ্ধারকে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনা প্রসঙ্গে জানা যায় চন্দ্রকোনা পৌরসভার ৩ নং ওয়ার্ড রঘুনাথপুর এলাকার বাসিন্দা ভগীরথ সাহার বাড়ি থেকে একটি ট্রলি ভ্যান চুরি হয় শুক্রবার রাতে পরদিন অর্থাৎ শনিবার সকালে তা খোঁজ করলে না মেলায় পাশ্ববর্তী এলাকা রঘুনাথগড়ে রুব্বান মির্জা নামের এক ব্যবসায়ীর টিন ভাঙা লোহা ভাঙা দোকানের গোডাউনে মিলে ভগীরথ সাহার চুরির যাওয়া ট্রলি ভ্যানটি। আর এতেই ক্ষীপ্ত হয়ে উঠে ট্রলি ভ্যানের মালিক ভগীরথ সাহা। তার অভিযোগ, দোকানের মালিকের কাছে তার চুরি হওয়া ট্রলি ভ্যানটি চাইতে গেলে উল্টে হুমকি দেওয়া হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top