প্রধানমন্ত্রীর ঘোষিত টিবি মুক্ত ভারত অভিযানকে কেন্দ্র করে দুঃস্থ টিবি রোগীদের পুষ্টিকর খাদ্য প্রদান মালদায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষিত টিবি মুক্ত ভারত অভিযান কে কেন্দ্র করে গরিব দুস্থ পরিবারের টিবি রোগীদের জন্য পুষ্টিকর খাদ্যদ্রব্য প্রদান কর্মসূচি পালিত হল মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের জেলা যক্ষা কেন্দ্রে। সরকারিভাবে এই কর্মসূচির নাম নেওয়া হয়েছে নিকশয় মিত্র।
এই উপলক্ষে শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে একুশ জন যক্ষা রোগীর হাতে পুষ্টিকর খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয়। এ বিষয়ে জেলা যক্ষা আধিকারিক ডাঃ রানা দাম বলেন কিছু সহৃদয় ব্যক্তি তারা নিজেরাই এগিয়ে এসেছেন গরিব দুস্থ পরিবারের টিবি আক্রান্তদের কিছু পুষ্টিকর খাবার বিতরণের জন্য।
টিবি রোগে শুধুমাত্র ঔষধ খেলেই চলে না পাশাপাশি পুষ্টিকর খাবার দরকার। কিন্তু গরিব পরিবারের প্রোটিনযুক্ত খাবার যথেষ্ট পরিমাণ প্রতিদিন কিনে খাওয়ার মত সামর্থ্য থাকে না। সেজন্য কিছু সহৃদয় ব্যক্তি এগিয়ে এসেছেন তারা ব্যক্তিগতভাবে চিকিৎসা চলাকালীন পুষ্টিকর খাবার তুলে দেওয়ার ব্যবস্থা নিয়েছেন। যতদিন টিবি চিকিৎসা চলবে তারা ততদিন পুষ্টিকর খাবার তুলে দেবেন। আমরা আশা রাখি এরকম আরো সহৃদয় ব্যক্তিরা এগিয়ে আসবেন তাহলেই আমরা টিবি রোগের সাথে লড়াই করতে পারব এবং রাজ্য তথা দেশ থেকে টিবিকে নির্মূল করতে পারবো।
আরও পড়ুন – ভারত জোড়ো অভিযানের পরে এবার হাত সে হাত জোড়ো অভিযান
এদিন ২১ জন রোগীর হাতে পুষ্টিকর খাবার তুলে দেওয়া হল। এর মধ্যে ছিল এক কার্টুন ডিম, ডাল,সয়াবিন সহ বিভিন্ন পুষ্টিকর খাবার। পাশাপাশি জেলা যক্ষা কেন্দ্রের আর এক আধিকারিক ডাক্তার শাহনাজ হোসেন জানান নিকশয় মিত্র এই অ্যাপের মধ্য দিয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ পাপড়ি নায়েক তার নাম নথিভুক্ত করেছেন এবং তিনি ইতিমধ্যে চারজন টিবি রোগীর প্রোটিনযুক্ত খাবারের দায়িত্ব নিয়েছেন। এদিন মালদহ মার্চেন্ট চেম্বার অব কমার্সের কিছু প্রতিনিধিও এই ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন বলেও তিনি জানান।