নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণা,৪ঠা আগস্ট :বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম মিঠুন সর্দার(৩২)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী থানার অন্তর্গত ৩ নম্বর চড়াবিদ্যা গ্রামে।
রবিবার সকালে নিজের ঘরে টিভি সারাই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ঐ যুবক। তড়িঘড়ি তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।