
নিউজ ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দারুণ খেলেছেন বিরাট কোহলি। ৫২ বলে দায়িত্বশীল ৭২ রান করে দলকে ৭ উইকেটের বড় জয় এনে দেন তিনি। এ ইনিংস খেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক বনে গেছেন ভারতীয় অধিনায়ক।দেশের হয়ে ৬৬ ইনিংসে ব্যাট করে ৫০.৮৫ গড়ে ঝুলিতে ২৪৪১ রান ভরেছেন বিরাট। এতে সতীর্থ রোহিত শর্মাকে টপকে গেছেন তিনি। উল্লেখ্য, বুধবার মোহালিতে হাফসেঞ্চুরি হাঁকিয়ে আরও একটি রেকর্ড গড়েন কোহলি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরির মালিক এখন তিনি। প্রোটিয়াদের বিপক্ষে ক্যারিয়ারে ২২তম টি-টোয়েন্টি ফিফটি তুলে নিয়েছেন ব্যাটিং মায়েস্ত্রো।



















