টি-২০ ফরম্যাটে ফিরতেই পুরনো রোগ! আবারও টস হারল ভারত, নেতৃত্বে সূর্যকুমার যাদব

টি-২০ ফরম্যাটে ফিরতেই পুরনো রোগ! আবারও টস হারল ভারত, নেতৃত্বে সূর্যকুমার যাদব

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


খেলা – ফরম্যাট বদলাতেই ফের দেখা দিল পুরনো সমস্যা—টি–২০ ম্যাচে আবারও টস হারল ভারত। এদিন অধিনায়ক সূর্যকুমার যাদবও সেই বদনাম এড়াতে পারলেন না। পরপর টস হারার ‘রেকর্ড’-এ এবার তিনিও নাম তুললেন। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মার্করাম টস জিতে প্রত্যাশিতভাবেই প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। শিশিরের কথা মাথায় রাখতেই এই সিদ্ধান্ত বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

ওয়ানডে সিরিজে টানা ২০টি ম্যাচে টস হারার পরে শেষ ম্যাচে অবশেষে টস জিতেছিল ভারত। কিন্তু টি–২০ ফরম্যাটে পা রাখতেই ফের সেই পুরনো দুর্ভাগ্য ঘিরে ধরল টিম ইন্ডিয়াকে। কটকের বারাবটি স্টেডিয়ামের পিচ বরাবরই ব্যাটসম্যান-বান্ধব। এদিনও তার ব্যতিক্রম নয়। তবে আসল উদ্বেগ শিশির। ওয়ানডে সিরিজ জুড়ে যে দল পরে ব্যাট করেছে, তারাই সুবিধা পেয়েছে। টি–২০-তেও একই প্রবণতা দেখা যেতে পারে বলেই ধারণা। তাই টস জেতার পরই পরে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন মার্করাম।

এদিন ভারতীয় দলেও দেখা গেল চেনা ছক থেকে বেরিয়ে আসার চেষ্টা। দলে মাত্র একজন বিশেষজ্ঞ স্পিনার—বরুণ চক্রবর্তী। শিশিরের কথা ভেবেই কুলদীপ যাদবকে বিশ্রাম দেওয়া হয়েছে। স্পিন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরও দলে নেই। গৌতম গম্ভীরের পছন্দের হর্ষিত রানাকেও বাদ পড়তে হয়েছে।

দীর্ঘদিন পর দলে ফিরেছেন হার্দিক পাণ্ডিয়া। তাঁর উপস্থিতিতে অতিরিক্ত পেসারের প্রয়োজন পড়েনি ভারতের। দলে রয়েছেন শিবম দুবে এবং অক্ষর প্যাটেলও। চোট সারিয়ে এদিন দলে ফিরেছেন সহ–অধিনায়ক শুভমান গিল। সিরিজটি তাঁর জন্যও বড় পরীক্ষা হতে চলেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top