খেলা – টি-২০ সিরিজে শোচনীয় হারের পর অবশেষে জয়ের সরণিতে ফিরল ভারতীয় মহিলা ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে তিন উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল তারা। এই জয়ের মাধ্যমে ভারতের মেয়েরা টানা তিন হারের ধারাকে ভেঙে নতুন আত্মবিশ্বাসে ভরপুর হল।
ক্যানবেরায় অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ান নারী দল ৪৭.৫ ওভারে ২১৪ রানে অলআউট হয়ে যায়। দলের হয়ে অ্যানিক লিয়ারয়েড ৯২ রানের অসাধারণ ইনিংস খেলেন, এছাড়া রাচেল ট্রেইনম্যান ৫১ রান যোগ করেন। ভারতের হয়ে রাধা যাদব তিনটি উইকেট শিকার করেন, সাথে মিনু মণি ও তিতাস সাধু দুটি করে উইকেট নেন।
২১৫ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় দল শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় নেমে জয়ের ভিত তৈরি করে। ওপেনিং জুটি শেফালি ভার্মা ও যস্তিকা ভাটিয়া ১০.৪ ওভারে ৭৭ রান যোগ করে। শেফালি ৩৬ রান করে আউট হলেও, যস্তিকা হাফ সেঞ্চুরি পূর্ণ করে ৫৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তার ব্যাটে ভর করে ভারতীয় দল শেষ পর্যন্ত ৪৮ বল বাকি থাকতেই সাত উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। অস্ট্রেলিয়ার হয়ে লুসি হ্যামিলটন এবং এলা হেওয়ার্ড দুটি করে উইকেট নেন।
