টুমনি নদীর উপর চেক ড্যম্পের লকগেট সারাইয়ের কাজ শুরু হয়নি, সমস্যায় চাষীরা। টুমনি নদীর উপর চেক ড্যম্পের লকগেট ভেঙে বিপত্তি। কয়েকমাস আগে কাঁকসার বিষ্ণুপুরে সেচের কাজে ব্যবহৃত টুমনি নদীর উপর চেক ড্যম্পের লকগেট ভেঙে বিপত্তি, জল শুন্য হয়ে পড়ে চেক ড্যম্প। ৫মাস পেরিয়েছে শুরু হয়নি কাজ, সম্যসার মুখে চাষীরা।
পশ্চিম বর্ধমান দুর্গাপুর কাঁকসার বিষ্ণুপুরে চেক ড্যম্পের মাধ্যমে সেচের জল ব্যাবহার করে বিষ্ণুপুর, শিবপুর,অজয়পল্লী সহ বেশ কয়েকটি গ্রামের চাষীরা। কয়েক হাজার বিঘা জমিতে চাষ হয়। চলতি বছরে বর্ষার সময় চেক ড্যম্পের লক গেট ভেঙ্গে যায়। মাঝে নতুন করে চেক ড্যাম তৈরির কাজ শুরু হয়েছিল ফের বৃষ্টিপাতের জেরে কনস্ট্রাকশন এর জিনিসপত্র ভেসে চলে যায়।
আর ও পড়ুন আমেদাবাদ বোমা বিস্ফোরণ মামলায় একসঙ্গে ৩৮ জনকে মৃত্যুদণ্ড
তারপর থেকে পাঁচ মাস পেরিয়ে গিয়েছে কিন্তু এখনো মেরামতের কাজ শুরু হয়নি বলে অভিযোগ। সমস্যার মুখে এখন চাষীরা। শীতকালীন সবজি চাষে ও সেচের জলের অভাবে সেভাবে ফলন হচ্ছে না অভিযোগ চাষীদের। দ্রুত মেরামতের দাবি তুলেছেন চাষীরা।
প্রসঙ্গত, ২০১৭ সালে দুর্গাপুর পূর্ব বিধানসভার বিধায়ক প্রদীপ মজুমদারের হাত ধরে গড়ে উঠেছিল চেক ড্যম্প চাষীদের সুবিধার্থে। কাঁকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েত প্রধান পীযূষ মুখার্জী জানান, কাজ শুরু করা যায়নি। দ্রুত কাজ শুরু হয়ে যাবে।
উল্লেখ্য, টুমনি নদীর উপর চেক ড্যম্পের লকগেট সারাইয়ের কাজ শুরু হয়নি, সমস্যায় চাষীরা। টুমনি নদীর উপর চেক ড্যম্পের লকগেট ভেঙে বিপত্তি। কয়েকমাস আগে কাঁকসার বিষ্ণুপুরে সেচের কাজে ব্যবহৃত টুমনি নদীর উপর চেক ড্যম্পের লকগেট ভেঙে বিপত্তি, জল শুন্য হয়ে পড়ে চেক ড্যম্প। ৫মাস পেরিয়েছে শুরু হয়নি কাজ, সম্যসার মুখে চাষীরা। পশ্চিম বর্ধমান দুর্গাপুর কাঁকসার বিষ্ণুপুরে চেক ড্যম্পের মাধ্যমে সেচের জল ব্যাবহার করে বিষ্ণুপুর, শিবপুর,অজয়পল্লী সহ বেশ কয়েকটি গ্রামের চাষীরা।
কয়েক হাজার বিঘা জমিতে চাষ হয়। চলতি বছরে বর্ষার সময় চেক ড্যম্পের লক গেট ভেঙ্গে যায়। মাঝে নতুন করে চেক ড্যাম তৈরির কাজ শুরু হয়েছিল ফের বৃষ্টিপাতের জেরে কনস্ট্রাকশন এর জিনিসপত্র ভেসে চলে যায়।