টেট কেলেঙ্কারিতে অভিযুক্তদের বাড়িতে ইডির হানা

টেট কেলেঙ্কারিতে অভিযুক্তদের বাড়িতে ইডির হানা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

টেট কেলেঙ্কারিতে অভিযুক্তদের বাড়িতে ইডির হানা। শুক্রবার সকাল ৬টা নাগাদ ইডি র প্রতিনিধি দল ১৩ জায়গায় হানা দেয়।এই দিন উত্তর ২৪ পরগনার বাগদাতেও হানা দেয় ইডির ৫ জনের প্রতিনিধি দল। শুক্রবার বার দিন টেট দুর্নীতি অভিযোগের কারনে ইডির হানা।বাগদার বাসিন্ধ চন্দন মন্ডলের বাড়িতে হানাদেয় ইডি।

 

টেট কেলেঙ্কারিতে অভিযুক্ত চন্দন মন্ডল এর মামাভাগ্নের বাড়িতে ইডি র পাঁচজনের প্রতিনিধি দল। শুক্রবার সকাল নটা নাগাদ বাগদা থানার মামাভাগ্নের বাড়িতে এসে উপস্থিত হয় । পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে ছিলেন। চন্দন মন্ডলের বাড়িতে তালা বন্ধ, বাড়িতে কাউকে না পেয়ে বাড়ির সামনে অপেক্ষায় করতে থাকে দীর্ঘ সময় ইডির প্রতিনিধিরা। সূত্রের খবর চন্দন মন্ডলের পরিবারের লোকেদের সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করছিলেন ইডি কর্তারা। কিন্তুু তাদের সাথে কথা বলতে পারেনি বলে জানা যায় ।

আরও পড়ুন – ভরা বর্ষায় দেখা নাই বৃষ্টির, প্রখর তাপদাহে বিভিন্ন পোকার আক্রমণে নষ্ট হচ্ছে সবজি সহ বিভিন্ন ফসল

এরপর সেখানে চলে জান ইডি কর্তারা।সূত্রের খবর শুক্রবার প্রক্তন শিক্ষা মন্ত্রী তথা বর্তমান শিল্প মন্ত্রী পার্থ চ্যাটার্জীর নাকতলার বাড়িতে ইডির কর্তারা হানাএবং তার দীর্ঘ সময় ধরে জেরা করতে থাকে এবং বিভিন্ন নথিপত্র ক্ষতিয়ে দেখে।

 

এর পাশাপাশি এসপি সিনার বাড়িতে গিয়ে জেরা করে এবং শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা বর্তমান বিধায়ক মানিক ভট্টাচার্যের যাদবপুরের ৫৩/৩এ/১ সেন্ট্রাল রোডের বাড়িতে সেন্ট্রাল বাহিনী নিয়ে সেই বাড়িতে হানা দেয় ইডির কর্তরা।দীর্ঘ কয়েক ঘন্টা ধরে জেরা করে এবং বিভিন্ন নথিপত্র ক্ষতিয়ে দেখেন। মনিক ভট্টাচার্যের যাদবপুরের আরো একটি ফ্লাটের তাল ভেঙে সেখানেও ঢোকে ইডির প্রতিনিধিরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top