দিল্লী – গুরুগ্রামে জাতীয় পর্যায়ের টেনিস খেলোয়াড় রাধিকা যাদব হত্যাকাণ্ডে অভিযুক্ত তার বাবা দীপক যাদব বর্তমানে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। শনিবার ইন্ডিয়ান এক্সপ্রেস-কে দেওয়া সাক্ষাৎকারে দীপকের বড় ভাই বিজয় যাদব জানিয়েছেন, অভিযুক্ত নিজেই স্বীকার করেছেন যে তিনি “কন্যা বধ” করেছেন এবং “ফাঁসি চান”।
ঘটনার সূত্রপাত ২৫ বছর বয়সী রাধিকার টেনিস একাডেমি নিয়ে মতবিরোধ থেকে। গুরুগ্রামের সেক্টর ৫৭-এ অবস্থিত ওই একাডেমি নিয়ে মতের অমিল থেকেই দীপক যাদব ক্ষিপ্ত হয়ে তার লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র দিয়ে মেয়েকে গুলি করেন বলে অভিযোগ। গুরুগ্রামের জনসংযোগ কর্মকর্তা সন্দীপ কুমার জানান, রাধিকা বাবার অমতে কাজ চালিয়ে যাচ্ছিলেন, যা থেকেই সংঘর্ষ চরমে পৌঁছায়।
রাধিকার মরদেহ ১১ জুলাই ময়নাতদন্তের পর দাহ করা হয়। এএনআই সূত্রে জানা যায়, তার দেহে একাধিক গুলির আঘাত ছিল।
এদিকে, পুলিশ আরও একটি দিক খতিয়ে দেখছে—রাধিকার অংশগ্রহণ করা একটি মিউজিক ভিডিও। প্রাথমিক তদন্তে জানা গেছে, ভিডিওটি মুছে ফেলতে রাধিকার উপর পারিবারিক চাপ ছিল, যদিও এই ভিডিও ও হত্যার মধ্যে কোনও প্রত্যক্ষ সম্পর্ক মেলেনি। ভিডিওতে অভিনয় করা ইনাম-উল-হক দাবি করেছেন, হত্যার ঘটনার সঙ্গে তার কোনও যোগসূত্র নেই।
বর্তমানে পুলিশ দীপকের একক দায়িত্বের বিষয়টি মাথায় রেখে অন্য কাউকে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা করছে না।
