টেনেসিতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিখোঁজ ১৮, ধ্বংসস্তূপে পরিণত পুরো এলাকা

টেনেসিতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিখোঁজ ১৮, ধ্বংসস্তূপে পরিণত পুরো এলাকা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিদেশ – আমেরিকার টেনেসি রাজ্যে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল বিশাল এলাকা। স্থানীয় সময় শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে ন্যাশভিল থেকে প্রায় ৬০ মাইল পশ্চিমে অবস্থিত অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেম নামের অস্ত্র ও গোলাবারুদ তৈরির কারখানায় ঘটে এই ভয়ঙ্কর বিস্ফোরণ। মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো কারখানাটি। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন অন্তত ১৮ জন কর্মী, যাঁদের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিস্ফোরণের তীব্রতায় আশপাশের কয়েক মাইল এলাকা কেঁপে ওঠে এবং প্রায় ১,৩০০ একরজুড়ে থাকা কারখানাটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। স্থানীয় মেয়র জিম বেটস জানিয়েছেন, প্রতিষ্ঠানে প্রায় ৮০ জন কর্মী কাজ করেন, তবে বিস্ফোরণের সময় কতজন উপস্থিত ছিলেন তা নিশ্চিতভাবে জানা যায়নি। অন্তত একটি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে এবং বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

হামফ্রেস কাউন্টির শেরিফ ক্রিস ডেভিস জানিয়েছেন, এটি তাঁর ক্যারিয়ারের সবচেয়ে ভয়াবহ ঘটনার মধ্যে একটি। বিস্ফোরণের তদন্তে নেমেছে এফবিআই এবং মার্কিন আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যুরো (এটিএফ)। স্থানীয় টিভি চ্যানেলগুলিতে সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের পর ভবনের ধ্বংসাবশেষ থেকে আগুন ও ধোঁয়া বের হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ কয়েক মাইল দূর থেকেও শোনা গিয়েছে এবং চারদিক কেঁপে উঠেছিল।

ঘটনাস্থল থেকে ২১ মাইল দূরে থাকা এক স্থানীয় বাসিন্দা জানান, ‘‘প্রচণ্ড শব্দে আমার ঘুম ভেঙে যায়, মনে হয়েছিল আমার ঘরেই বজ্রপাত হয়েছে।’’ স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, গত মাসেই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ (পেন্টাগন) ‘টিএনটি’ সরবরাহের জন্য ওই কারখানার সঙ্গে প্রায় ১২০ মিলিয়ন ডলারের চুক্তি করেছিল।

কোম্পানির ওয়েবসাইট থেকে জানা যায়, অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেম সামরিক, মহাকাশ এবং বাণিজ্যিক ক্ষেত্রের জন্য বিস্ফোরক তৈরি ও সরবরাহ করে। টেনেসির গ্রামীণ এলাকায় অবস্থিত তাদের ১,৩০০ একর সদর দফতরে রয়েছে আটটি উৎপাদন ভবন ও একটি গবেষণাগার। যদিও প্রতিষ্ঠানটির নিরাপত্তা সমস্যা আগে তেমন ছিল না, তবুও ২০১৪ সালে একটি ছোট বিস্ফোরণে এক ব্যক্তি নিহত ও তিনজন আহত হয়েছিলেন। এবারের বিস্ফোরণ সেই ভয়াবহ স্মৃতিকে আরও গভীর করে তুলেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top