টেস্ট র‍্যাংকিংয়ে শীর্ষে জো রুট, ব্যাটিংয়ে এগিয়ে যশস্বী–পন্থ, বোলিংয়ে প্রথম বুমরা

টেস্ট র‍্যাংকিংয়ে শীর্ষে জো রুট, ব্যাটিংয়ে এগিয়ে যশস্বী–পন্থ, বোলিংয়ে প্রথম বুমরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



খেলা – বুধবার আইসিসির পক্ষ থেকে প্রকাশিত হয়েছে নতুন টেস্ট র‍্যাংকিং তালিকা। ব্যাটিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের জো রুট। তাঁর পয়েন্ট ৮৮৮। দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন, তাঁর পয়েন্ট ৮৬৭। আর তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক (৮৬২ পয়েন্ট)।

ভারতের ব্যাটারদের মধ্যে যশস্বী জয়সওয়াল রয়েছেন পঞ্চম স্থানে (৮০১ পয়েন্ট)। ঋষভ পন্থ ৭৭৯ পয়েন্ট নিয়ে রয়েছেন অষ্টম স্থানে। অধিনায়ক শুভমন গিল ৭৬৫ পয়েন্ট নিয়ে রয়েছেন নবম স্থানে।

বোলারদের র‍্যাংকিংয়েও ভারতের জসপ্রীত বুমরা শীর্ষস্থান ধরে রেখেছেন। তাঁর পয়েন্ট ৯০১। দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা (৮৫১)। তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স (৮৩৮)। পাকিস্তানের নোমান আলি রয়েছেন পঞ্চম স্থানে, পয়েন্ট ৮০৬।

এদিকে, চলতি ভারত–ইংল্যান্ড টেস্ট সিরিজে ভারতের অবস্থা কিছুটা চাপে। লর্ডসে তৃতীয় টেস্টে ২২ রানে হেরে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে রোহিত শর্মার দল। আগামী ২৩ জুলাই চতুর্থ টেস্টে মুখোমুখি হবে দুই দল, ভেন্যু ওল্ড ট্র্যাফোর্ড।

জানা যাচ্ছে, এই ম্যাচে সম্ভবত খেলবেন না জসপ্রীত বুমরা। ফলে আকাশদ্বীপ, মোহাম্মদ সিরাজদের উপরই থাকবে ভারতের বোলিং আক্রমণের ভার। সিরিজে সমতা ফেরাতে এই ম্যাচ ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top