টোটোর সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষে জখম সাত। পিকআপ ভ্যান ও টোটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম সাত জন। শনিবার বিকালে ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল-২ ব্লকের মালতীপুর বাইপাস সড়কে। এক জনের অবস্থা আশঙ্কাজনক। তাকে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা মালতীপুর ব্লক হাসপতালে চিকিৎসাধীন রয়েছেন।
পিকআপ ভ্যান ও যাত্রী বোঝাই টোটোর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। টোটো চালক সহ সাতজন যাত্রী গুরুতর জখম হন।। স্থানীয় বাসিন্দা ও মালদহ জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান চাঁচল থানার পুলিস।ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিস সূত্রে জানা গেছে, জখমরা হল ফজলুর রহমান (৫৫), নাজেমা বিবি (৪৫), সইদুর রহমান (৩২) একই পরিবারের সুবনা বিবি, সাহেব আলী, ও একবছরের কন্যা সন্তান ফামিদা। এবং জখম হয়েছেন ফিরোজা খাতুন।
এরা প্রত্যেকেই চাঁচল-২ নং ব্লকের জালালপুর ও মালতীপুর অঞ্চল এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, যাত্রীবাহী টোটোটি চাঁচলের দিকে আসছিল। ও পিকআপ ভ্যানটি সামসি থেকে চাঁচলের অভিমুখে ছিল। মুখোমুখি সংঘর্ষে টোটো চালক সহ সাতজন গুরতর ভাবে জখম হয়েছে।
আরও পড়ুন – ২ বছর হলেও এগোয়নি কাজ! চলছে ঝুঁকিপূর্ণ পারাপার চন্দ্রকোনায়
উল্লেখ্য, পিকআপ ভ্যান ও টোটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম সাত জন। শনিবার বিকালে ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল-২ ব্লকের মালতীপুর বাইপাস সড়কে। এক জনের অবস্থা আশঙ্কাজনক। তাকে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা মালতীপুর ব্লক হাসপতালে চিকিৎসাধীন রয়েছেন। পিকআপ ভ্যান ও যাত্রী বোঝাই টোটোর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। টোটো চালক সহ সাতজন যাত্রী গুরুতর জখম হন।।স্থানীয় বাসিন্দা ও মালদহ জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান চাঁচল থানার পুলিস।ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস সূত্রে জানা গেছে,জখমরা হল ফজলুর রহমান (৫৫),নাজেমা বিবি(৪৫),সইদুর রহমান (৩২) একই পরিবারের সুবনা বিবি,সাহেব আলী, ও একবছরের কন্যা সন্তান ফামিদা।এবং জখম হয়েছেন ফিরোজা খাতুন।
এরা প্রত্যেকেই চাঁচল-২ নং ব্লকের জালালপুর ও মালতীপুর অঞ্চল এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান,যাত্রীবাহী টোটোটি চাঁচলের দিকে আসছিল।ও পিকআপ ভ্যানটি সামসি থেকে চাঁচলের অভিমুখে ছিল। মুখোমুখি সংঘর্ষে টোটো চালক সহ সাতজন গুরতর ভাবে জখম হয়েছে।