নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা,২১ শে অক্টোবর : ঘটনার সূত্রপাত আজ সকালে বারাসাত চাপাড়ালী মোড়ে আটো চালকের সাথে টোটো চালকের বচসার জেরে ,কদম্বগাছী রেলগেটের কাছে আটো নিয়ে গেলে চালকে স্থানীয় তৃণমূল নেতার নেতৃত্বে মারধোর করা হয় । আহত আটো চালক বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন । এই ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে বারাসাত চাপাড়ালী মোড় অবরোধ করে আটো চালকেরা ,প্রায় ৩০ মিনিট অবরোধ থাকে টাকি রোড । বারাসাত থানার পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করলেও বন্ধ বারাসাতের সমস্ত আটো পরিষেবা । এদের দাবি জাতীয় সড়কের উপর টোটো চালানো বন্ধ করতে হবে । তবে বারাসাত শহর জুড়ে যেভাবে বেআইনি টোটো চলছে তাতে ক্ষুব্ধ আটো চালকেরা । এখন প্রশাসন কি ব্যবস্থা নেয় সেটাই দেখার ।
টোটো ও অটোর ঝামেলায় পথ অবরোধ বারাসাত চাপাড়ালী মোড়ে
টোটো ও অটোর ঝামেলায় পথ অবরোধ বারাসাত চাপাড়ালী মোড়ে
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram