টোটো চালকের ছেলে থেকে খড়গপুর আইআইটি, এবার পোস্ট ডক্টরেটের জন্য ইজরায়েল যাচ্ছেন মালদার শিব শংকর

টোটো চালকের ছেলে থেকে খড়গপুর আইআইটি, এবার পোস্ট ডক্টরেটের জন্য ইজরায়েল যাচ্ছেন মালদার শিব শংকর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



মালদা – অভাবকে হার মানিয়ে এক অসম্ভবকে সম্ভব করেছেন মালদার গাজোলের তুলসীডাঙ্গার বাসিন্দা শিব শংকর সাহা। বাবার সামান্য টোটো চালানোর আয়ে সংসার চললেও, মেধা আর অধ্যবসায়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। এবার ‘গ্রাফ থিওরি’ নিয়ে খড়গপুর আইআইটি থেকে পিএইচডি সম্পন্ন করে, পোস্ট ডক্টরেটের জন্য পাড়ি দিচ্ছেন ইজরায়েলের এক বিশ্ববিদ্যালয়ে।

শিব শংকরের বাবা কালীপদ সাহা আগে হাটে হকারি করতেন, এখন পেশায় টোটো চালক। মা রুমা সাহাও ছেলের শিক্ষার পেছনে ছিলেন সবসময়। শিব শংকর নিজে জানান, তিনি মাধ্যমিক পাশ করেন গাজোল হাইস্কুল থেকে। এরপর ভর্তি হন কলকাতার যাদবপুর হাইস্কুলে এবং উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে ভালো ফল করে বালিগঞ্জ সায়েন্স কলেজে ভর্তি হন। সেখান থেকে এমএসসি শেষ করে পৌঁছে যান খড়গপুর আইআইটিতে।

খড়গপুর আইআইটিতে গণিতের একটি জটিল ও গুরুত্বপূর্ণ শাখা ‘গ্রাফ থিওরি’ নিয়ে গবেষণা করে সফলভাবে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন তিনি। এখন তাঁর নতুন লক্ষ্য পোস্ট ডক্টরেট। সেই লক্ষ্যে তিনি তিন বছরের জন্য ইজরায়েল যাচ্ছেন, যা তাঁর জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা।

শিব শংকর বলেন, “এই যাত্রাপথ সহজ ছিল না। বাবার ত্যাগ, মায়ের সহানুভূতি ও পরিবারের অনুপ্রেরণাই আমাকে এতদূর আসতে সাহায্য করেছে।” আজ তাঁর সাফল্যে গর্বিত গোটা মালদা, অনুপ্রাণিত হচ্ছে অসংখ্য অভাবী পরিবারের তরুণ-তরুণীরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top