টোল ফাঁকি দিয়ে জেলা পরিষদের রাস্তা দিয়ে ভারী গাড়ির যাতায়াত, রাস্তায় খানা খন্দ, মেরামতের দাবি স্থানীয়দের। সামান্য কিছু টোল ট্যাক্স ফাঁকি দিতেই বিকল্প রাস্তা বেছে নিয়েছেন বেশ কিছু অসাধু গাড়ির চালক। যার জেরে জেলা পরিষদের রাস্তায় ভারী গাড়ি যাতায়াতের ফলে তৈরি হয়েছে গর্তের। প্রায়শই দুর্ঘটনা ঘটছে এলাকায়। দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন এলাকার মানুষ।
ময়নাগুড়ি ব্লকের ধারাইখুড়ি হয়ে হুসলুডাঙ্গা বাজার ঢোকার জেলা পরিষদের প্রায় ১ কিমি রাস্তার দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা । যার জন্য স্থানীয় বাজারকারী মানুষ সহ ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হচ্ছে বলে অভিযোগ । এছাড়াও ওই রাস্তায় মাঝে মাঝেই ছোট-বড় দুর্ঘটনা ঘটেই চলেছে বলেও স্থানীয়দের অভিযোগ । এই পরিস্থিতিতে দ্রুত রাস্তা মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা তথা পথ চলতি মানুষরা । বিষয়টি তদন্ত করে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন ।
আরও পড়ুন – বিজেপি করায় ব্যবসায়ীদের দোকান বন্ধের হুমকি!
স্থানীয় সূত্রে জানা যায় , ধারাইখুড়ি বাস স্টপেজ ও হুসলুডাঙ্গা বাস স্টপেজের মাঝে রয়েছে হুসলুডাঙ্গা টোল প্লাজা । দীর্ঘদিন থেকে এই টোল ফাঁকি দেওয়ার বিকল্প রাস্তা হয়ে উঠেছে ধারাইখুড়ি হয়ে হুসলুডাঙ্গা বাজারে ঢোকার জেলা পরিষদের প্রায় এক কিমি ছোট রাস্তাটি । প্রতিদিন অতিরিক্ত শতশত ছোট গাড়ি ও ভারী গাড়ি টোল ফাঁকি দেওয়ার জন্য ওই রাস্তাটি ব্যবহার করছে বলে অভিযোগ ।
ছোট গাড়ির পাশাপাশি ভারী সবজির গাড়ি , মাছের গাড়ি ও বোল্ডারের গাড়ি ওই রাস্তা দিয়ে যাতায়াত করছে, যেসব গাড়ি ওই ছোট রাস্তা দিয়ে যাতায়াত করার কথা নয় । যার ফলে রাস্তাটি মেরামতের এক বছর পেরোতে না পেরোতেই পুরো রাস্তার পিছ উঠে গিয়ে কোথাও রাস্তাটি ভীষণভাবে বসে গেছে আবার কোথাও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে । আর এর ফলে রাস্তা চলাচলে ভোগান্তির শিকার হতে হচ্ছে অত্র এলাকার ছাত্র-ছাত্রীসহ কৃষক ও সাধারণ পথ চলতি মানুষকে । মাঝে মাঝে ছোট বড় দুর্ঘটনা ওই রাস্তায় ঘটছে বলে অভিযোগ ।
এইভাবে চলতে থাকলে আগামীতে বড় দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয় মানুষ । সামনেই দুর্গাপুজো । হুসলুডাঙ্গা বাজার সহ পার্শ্ববর্তী মল্লিকহাট , ভূজারীপাড়া , সাপ্টিবাড়ি বিভিন্ন জায়গায় ওই রাস্তা ধরে পুজো দেখতে যাবে এলাকার মানুষ । ওই রাস্তা দিয়ে পুজো দেখতে যেতে সাধারণ মানুষ যেমন সমস্যার সম্মুখীন হবেন পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও থাকছে । তাই দূর্গাত পূজার আগেই রাস্তা মেরামতের দাবি জানিয়েছেন অত্র এলাকার সাধারণ মানুষ ।