নিজস্ব সংবাদদাতা, কোলকাতা:- শুক্রবার সকালে চৌবাগা বাসস্ট্যান্ডের কাছে চালক-সহ তিনজন একটি ট্যাক্সিতে করে যাচ্ছিলেন। সেই সময় পুলিশ রুটিন তল্লাশির জন্য গাড়ি আটকায়। ট্যাক্সির ডিকি খুলতে বলে পুলিশ। খুলতে প্রথমে আপত্তি করে দুই যাত্রী। তারা জানায়, ডিকিতে করে সবজি নিয়ে যাচ্ছে তারা। তবে ডিকি খুলতে না চাওয়ায় সন্দেহ হয় পুলিশের। তাই জোর করে ডিকি খোলানো হয়। বেশ কয়েকটি গোটা কুমড়ো দেখতে পায় পুলিশ। তবে নাড়াচাড়া করতে গিয়ে দেখা যায় কুমড়োর ফাঁক দিয়ে একটি মহিলার মাথাও দেখা যাচ্ছে। প্রগতি ময়দান থানার পুলিশ সঙ্গে সঙ্গে ট্যাক্সিটিকে আটকায়। ট্যাক্সিতে থাকা চালক-সহ তিনজনকে আটক করা হয়।পুলিশ সূত্রে খবর, নিহত ওই মহিলার নাম সুজামণি গায়েন। তদন্তকারীদের অনুমান, প্রথমে ভারি কোনও বস্তু দিয়ে মহিলার মাথায় আঘাত করা হয়েছে। তারপর তার দেহ লোপাটের চেষ্টা করা হয়েছিল। সম্ভবত বাসন্তী হাইওয়ের আশেপাশে কোনও পরিত্যক্ত এলাকায় দেহ ফেলে দিয়ে প্রমাণ লোপাটের ষড়যন্ত্র করা হয়েছিল বলেই অনুমান করা হচ্ছে।
ট্যাক্সির মধ্যে সবজির আড়ালে মৃতদেহ লোপাটের চেষ্টা
ট্যাক্সির মধ্যে সবজির আড়ালে মৃতদেহ লোপাটের চেষ্টা
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram