২১ জুলাই উপলক্ষ্যে উদ্বোধন হল একটি ট্যাবলো ট্রামের

২১ জুলাই উপলক্ষ্যে উদ্বোধন হল একটি ট্যাবলো ট্রামের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

২১ জুলাই উপলক্ষ্যে উদ্বোধন হল একটি ট্যাবলো ট্রামের । আর দুদিন পরেই ২১ জুলাই। শহীদ দিবস। রাজ্য জুড়ে পালিত হবে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস। সেই উপলক্ষ্যে আজ উদ্বোধন হল একটি ট্যাবলো ট্রাম। ঘুরবে শহরের পথে পথে। দু’বছর বন্ধ থাকার পর ধর্মতলায় এবছর আবার পালিত হবে তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণ অনুষ্ঠান। তাই সেই উপলক্ষ্যে প্রতিবারের মতো এবারও একটি ট্যাবলো ট্রাম ঘুরবে শহরের রাস্তায়।

 

আজ ট্রেনটি টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে উদ্বোধন করেন তৃণমূল নেতা শোভন দেব চট্টোপাধ্যায়। 21 জুলাইয়ের স্মরণে আজ ও আগামীকাল টালিগঞ্জ থেকে বালিগঞ্জ রুটে ঘুরবে এই বর্নাঢ্য ট্রামটি। সুসজ্জিত ট্রামটিতে রয়েছে 1993 সালে যে 13 জন মারা গিয়েছিল সেই শহীদের ছবি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন মুহূর্তের বিশেষ সব ছবি। পাশাপাশি থাকবে 21 জুলাইয়ের বিভিন্ন স্মৃতি। থাকবে তৃণমূল সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের তথ্য।

আরও পড়ুন – ম্যানগ্রোভ রক্ষা করতে সুন্দরবনের নদীর পাড়ে জালের বেড়া

উল্লেখ্য, আর দুদিন পরেই ২১ জুলাই। শহীদ দিবস। রাজ্য জুড়ে পালিত হবে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস। সেই উপলক্ষ্যে আজ উদ্বোধন হল একটি ট্যাবলো ট্রাম। ঘুরবে শহরের পথে পথে। দু’বছর বন্ধ থাকার পর ধর্মতলায় এবছর আবার পালিত হবে তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণ অনুষ্ঠান। তাই সেই উপলক্ষ্যে প্রতিবারের মতো এবারও একটি ট্যাবলো ট্রাম ঘুরবে শহরের রাস্তায়।

 

আজ ট্রেনটি টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে উদ্বোধন করেন তৃণমূল নেতা শোভন দেব চট্টোপাধ্যায়। 21 জুলাইয়ের স্মরণে আজ ও আগামীকাল টালিগঞ্জ থেকে বালিগঞ্জ রুটে ঘুরবে এই বর্নাঢ্য ট্রামটি। সুসজ্জিত ট্রামটিতে রয়েছে 1993 সালে যে 13 জন মারা গিয়েছিল সেই শহীদের ছবি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন মুহূর্তের বিশেষ সব ছবি। পাশাপাশি থাকবে 21 জুলাইয়ের বিভিন্ন স্মৃতি। থাকবে তৃণমূল সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের তথ্য। ট্যাবলো ট্রামের

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top