১৩ ডিসেম্বর, ভারতের মেঘালয়ের সৌন্দর্য প্রায় অনেকেই উপভোগ করেছেন কিন্তু সেখানেই আছে একটি গ্রাম যার কিনারা হয়তো কেউ পায়নি। ওয়েস্ট গারো হিলের জঙ্গলে ঘেরা এলাকার কোলেই লুকিয়ে আছে সেই গ্রাম।যেখানে বাস করে সংসারেক নামে এক আদিবাসী জাতি।২০০ বছরেরও বেশি সময় ধরে তারা এখানেই বাস করছে।একসময় যাদের শিকার ছিল ‘মাথা’।হ্যাঁ, তাঁদের পূজার জন্য তাঁরা শিকার করতেন মানুষের মাথা।
ছোট ছোট কুঁড়েঘরে বাস করেন তাঁরা।আগে সেখানে সকলেই অন্ধ-বিশ্বাসে ডুবে থাকত কিন্তু ইদানিং শিক্ষার আলো সেখানে প্রবেশ করেছে। তবে এখন যেখানে সভ্যতার এল পৌঁছেছে একসময় তাঁদের রীতিমত ভয় পেত অনেকেই। শোনা যায়, আগে যার ঘরে যত বেশি নরমুণ্ড থাকত তাঁদের প্রতিপত্তি টোটো বেশি হত।তাঁদের পুজোর প্রধান উপকরণ ছিল বলি, এ সাধারণ বলি নয়, নর বলি।অর্থাৎ, দেবতার উদ্দেশ্যে বলিপ্রদান।তারপর সেই মাথা ঘরে ট্রফির মতো সাজিয়ে রাখা হত।
২০০ বছর আগের সেই নরবলির প্রথা যদিও এখন আর নেই। নেই সেই নরমুণ্ডও।সংসারেকদের সংখ্যাও ধীরে ধীরে কমে এসেছে। তাঁদের আচার, পুজো, সমস্ত কিছুই বিপন্নতার মুখে।অনেকে পড়াশোনা করে বাইরে কাজ করছেন। তবে একটা সময় এই গ্রামে চলত এই ভয়াবহ আচার।যা আজও মানুষ শুনলে শিউরে ওঠে।