ট্রলারের মধ্যে মৎস্যজীবি দেহ উদ্ধার। সমুদ্রে মৎস্য শিকারের বেরোনোর আগে দুটো ট্রলারের দড়িতে গলায় গামছার ফাঁস আত্মঘাতী হল ভিন জেলার মৎস্যজীবি। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে। আত্মঘাতী নাকি খুন তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। পুলিশ জানিয়েছে মৃত দক্ষিণ মর্মু (৩৫)। তার বাড়ী পশ্চিম মেদিনীপুর জেলার নয়াগ্রাম এলাকায় বাসিন্দা। ঘটনার তদন্ত শুরু করেছে কাঁথি থানার পুলিশ। সূএের খবর, কাঁথির সিদ্ধাদারচক এলাকায় বিশ্বরুপ নামে ট্রলার মৎস্য শিকারে বেরোনো তোড়জোড় শুরু করেছিল।
এই মতো ভিন জেলা সহ অন্য জেলা থেকে মৎস্যজীবীরা চলে এসেছিল। ট্রলারের বরব ও তেল তোলা সম্পূর্ণ। মৃত মৎস্যজীবি দক্ষিণ মর্মু গত তিনদিন আগে বাড়ী থেকে কাজে যোগ দিতে আসেন। বৃহস্পতিবার সকালে দুটো ট্রলারের বাঁধা দড়িতে গলায় গামছার ফাঁস লাগানো ঝুলে পড়ে। সাতসকালে অন্যন্য মৎস্যজীবিরা কর্মীরা ঝুলন্ত মৃতদেহ দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে হাজির হয় কাঁথি থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।
মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে রীতিমতন এলাকায় ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে! খুন নাকি আত্মঘাতী তা পরিস্কার নয়! যদিও অন্যন্য মৎস্যজীবি থেকে ট্রলারের মালিক কুপে কুলুপ হেঁটেছে!
কাঁথি থানার পুলিশ আধিকারিক বলেন ” মৎস্যজীবি মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারন পরিষ্কার হবে। যদিও তদন্তে কারণে বেশি কিছু জানাতে রাজী হয়নি “।
আরও পড়ুন – সহকারি তন্তু পাট দিয়ে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী তৈরির এক বিশেষ প্রশিক্ষণ শিবির
উল্লেখ্য, সমুদ্রে মৎস্য শিকারের বেরোনোর আগে দুটো ট্রলারের দড়িতে গলায় গামছার ফাঁস আত্মঘাতী হল ভিন জেলার মৎস্যজীবি। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে। আত্মঘাতী নাকি খুন তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। পুলিশ জানিয়েছে মৃত দক্ষিণ মর্মু (৩৫)। তার বাড়ী পশ্চিম মেদিনীপুর জেলার নয়াগ্রাম এলাকায় বাসিন্দা। ঘটনার তদন্ত শুরু করেছে কাঁথি থানার পুলিশ। সূএের খবর, কাঁথির সিদ্ধাদারচক এলাকায় বিশ্বরুপ নামে ট্রলার মৎস্য শিকারে বেরোনো তোড়জোড় শুরু করেছিল।
এই মতো ভিন জেলা সহ অন্য জেলা থেকে মৎস্যজীবীরা চলে এসেছিল। ট্রলারের বরব ও তেল তোলা সম্পূর্ণ। মৃত মৎস্যজীবি দক্ষিণ মর্মু গত তিনদিন আগে বাড়ী থেকে কাজে যোগ দিতে আসেন। বৃহস্পতিবার সকালে দুটো ট্রলারের বাঁধা দড়িতে গলায় গামছার ফাঁস লাগানো ঝুলে পড়ে। সাতসকালে অন্যন্য মৎস্যজীবিরা কর্মীরা ঝুলন্ত মৃতদেহ দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে হাজির হয় কাঁথি থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।