নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ২৪ ডিসেম্বর, ফের বীরভূমে দুর্ঘটনা, ঘটনার জেরে মৃত ৫ আহত প্রায় ১৫ জন। সন্ধ্যার সময় ট্রাক্টরের সাথে টাটা সুমোর সংঘর্ষে মৃত ৫। আহত কমকরে ১৫ জন। আহত ও মৃত সকলকেই রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।
ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা ৮:৩০ নাগাদ বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত বিনোদপুরের ৬০ নং জাতীয় সড়কে। টাটা সুমোর সঙ্গে যাত্রী বোঝায় ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এমন দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই মারা যায় ৫ জন, আহত হয় আরও ১৫ জন, যাদের মধ্যে আশঙ্কায় জনক অবস্থায় রয়েছেন ৫ জন। আহতদের রামপুরহাট মেডিক্যাল কলেজে চিকিৎসা শুরু হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, কালুহা পঞ্চায়েতের কড়িহাপুর গ্রাম থেকে একটি ট্রাক্টরে তারপীঠ শ্মাশনে শব দাহ করতে গিয়েছিলেন ৫৫ জন। ফেরার পথে বিনোদপুর মোড়ের কাছে সিউড়ি মুখি একটি টাটা সুমো নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরে ধাক্কা মারে। ঘটনাস্থলে ট্রাকটরের দুজন যাত্রী ও টাটা সুমোর একজনের মৃত্যু হয়।
ট্রাক্টরের এক যাত্রী জানান, “তারাপীঠ থেকে শব দাহ করে ফেরার পথে টাটা সুমো গাড়িটি এসে আমাদের ধাক্কা মারলে আমাদের গ্রামেরই দুজন মারা যায়।”
আহত ট্রাক্টর ও টাটা সুমোর যাত্রীদের চিকিৎসা শুরু হয়েছে রামপুরহাট মেডিকেল কলেজে। যদিও এখনো পর্যন্ত মৃতদের সঠিক পরিচয় জানা যায়নি। শ্মশান থেকে দাহ করে ফেরার পথে এমন মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।