নিজস্ব সংবাদদাতা,হাড়োয়া,২৮ শে মে : বসিহাট মহাকুমার বসিহাট মহাকুমার হাড়োয়া লাউহাটি রোডে মজমপুরে ঘটনা।রাজেস্তান থেকে আশা ১৪ চাকার ট্রাক ১০০০ বস্তা ভত্তি বাদাম খৈল ভত্তি ট্রাক টি হাড়োয়াতে আসছিল ।হাড়োয়া লাউহাটী রোডে হঠাৎ মাজমপুরে একটি টারনিং মঙ্গলবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে য়ায়। ঘটনায় ড্রাইভার এবং খালাশি গুরুতর জখম হয়েছেন হাড়োয়া হাসপাতালে ভর্তি করা হাড়োয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটি থাকা বাদাম ও খৈল নর্দমায় পড়ে গিয়ে কয়েক লক্ষ টাকা ক্ষতি হয়েছে ।সেগুলি কুড়িয়ে নিয়ে যাচ্ছে স্থানীয় গ্রামবাসীরা। ঘটনাস্থলে হাড়োয়া থানার পুলিশ। প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতির আশঙ্কা।
ট্রাক উল্টে গুরুতর জখম ২ , ক্ষতি কয়েক লক্ষ টাকা
ট্রাক উল্টে গুরুতর জখম ২ , ক্ষতি কয়েক লক্ষ টাকা
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram