ট্রাফিক পুলিশদের হিটস্ট্রোক এড়াতে গ্লুকোজ ওআরএস বিস্কুট আর জলের বোতল তুলে দিলেন চন্দননগর পুলিশ কমিশনার। তাপপ্রবাহ চলছে দক্ষিণ বঙ্গের জেলাগুলোতে। হুগলিতে তাপমাত্রা ৪১ ডিগ্রী ছুঁয়েছে। গরমে প্রচন্ড অস্বস্তি অনুভূত হচ্ছে। গরম হাওয়ায় গায়ে ছ্যাঁকা লাগছে।এমন পরিস্থিতিতে চরা রোদে রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করছেন ট্রাফিক পুলিশ কর্মিরা।
তারা যাতে হিটস্ট্রোক এড়াতে পারেন এবং ডিহাইড্রেশান যাতে না হয় তার জন্য ট্রাফিক পুলিশ কর্মিদের গ্লুকোজ ওআরএস বিস্কুট আর জলের বোতল তুলে দেন চন্দননগর পুলিশ কমিশনার অর্নব ঘোষ।চুঁচুড়া ঘড়ির মোরে এক অনুষ্ঠানে ডিসি হেডকোয়ার্টার প্রভীন প্রকাশ এডিসিপি ট্রাফিক পিনাকী রঞ্জন দাস,এসিপি-১ ট্রাফিক শুভঙ্কর বিশ্বাস এসিপি-২ ট্রাফিক টুটুল বিশ্বাস,টিআই মান্দাতা সাউ,ট্রাফিক সার্জেন স্বপন অধিকারী সহ চন্দননগর পুলিশের আধিকারীকরা উপস্থিত ছিলেন।
পুলিশ কমিশনার অর্নব ঘোষ বলেন,প্রচন্ড দাবদাহের সতর্কতা রয়েছে।আমরা বুঝতেই পারছি কি প্রচন্ড তাপ চলছে।আমাদের ট্রাফিক অফিসাররা এই তাপের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে কাজ করে চলেছেন।তাদের যাতে ডিহাইড্রেশান না হয় তার জন্য আমরা চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেছি।আজ তাদের হাতে গরমে শরীর ঠিক রাখার কিছু প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।
আরও পড়ুন গোবরডাঙার তৃণমূল অঞ্চল সভাপতিকে কুপিয়ে খুনের চেষ্টার ঘটনায় অভিযুক্ত গ্রেফতার
উল্লেখ্য, তাপপ্রবাহ চলছে দক্ষিণ বঙ্গের জেলাগুলোতে।হুগলিতে তাপমাত্রা ৪১ ডিগ্রী ছুঁয়েছে।গরমে প্রচন্ড অস্বস্তি অনুভূত হচ্ছে।গরম হাওয়ায় গায়ে ছ্যাঁকা লাগছে।এমন পরিস্থিতিতে চরা রোদে রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করছেন ট্রাফিক পুলিশ কর্মিরা।তারা যাতে হিটস্ট্রোক এড়াতে পারেন এবং ডিহাইড্রেশান যাতে না হয় তার জন্য ট্রাফিক পুলিশ কর্মিদের গ্লুকোজ ওআরএস বিস্কুট আর জলের বোতল তুলে দেন চন্দননগর পুলিশ কমিশনার অর্নব ঘোষ।
চুঁচুড়া ঘড়ির মোরে এক অনুষ্ঠানে ডিসি হেডকোয়ার্টার প্রভীন প্রকাশ এডিসিপি ট্রাফিক পিনাকী রঞ্জন দাস,এসিপি-১ ট্রাফিক শুভঙ্কর বিশ্বাস এসিপি-২ ট্রাফিক টুটুল বিশ্বাস,টিআই মান্দাতা সাউ,ট্রাফিক সার্জেন স্বপন অধিকারী সহ চন্দননগর পুলিশের আধিকারীকরা উপস্থিত ছিলেন। পুলিশ কমিশনার অর্নব ঘোষ বলেন,প্রচন্ড দাবদাহের সতর্কতা রয়েছে।আমরা বুঝতেই পারছি কি প্রচন্ড তাপ চলছে।আমাদের ট্রাফিক অফিসাররা এই তাপের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে কাজ করে চলেছেন।তাদের যাতে ডিহাইড্রেশান না হয় তার জন্য আমরা চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেছি।আজ তাদের হাতে গরমে শরীর ঠিক রাখার কিছু প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।