প্রধানমন্ত্রী- জি-৭ বৈঠকের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ওয়াশিংটনে আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দেন মোদি। শুক্রবার ওড়িশার জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, শ্রী জগন্নাথদেবের দর্শনের জন্যই আমন্ত্রণ গ্রহণ করেননি তিনি।
২০২৪ সালের জুনে ওড়িশায় বিজেপি সরকার গঠনের পর ষষ্ঠবার রাজ্যে সফর করলেন প্রধানমন্ত্রী। এদিন তিনি ১৮,৬০০ কোটি টাকারও বেশি মূল্যের ১০৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। প্রকল্পগুলির মধ্যে রয়েছে পানীয় জল, সেচ, স্বাস্থ্য পরিকাঠামো, গ্রামীণ সড়ক ও সেতু, জাতীয় মহাসড়ক ও রেল পরিকাঠামোর মতো গুরুত্বপূর্ণ প্রকল্প। একইসঙ্গে “ওড়িশা ভিশন ডকুমেন্ট”-এর সূচনাও করেন তিনি।
ভুবনেশ্বরের সভায় মোদি বলেন, “জি-৭ বৈঠকে কানাডা থাকাকালীন প্রেসিডেন্ট ট্রাম্প ফোন করে আমায় আমেরিকায় আসার আমন্ত্রণ জানান। কিন্তু আমি তাঁকে বলি, দেশে ফিরেই মহাপ্রভুর দেশে যাব। শ্রী জগন্নাথের প্রতি ভক্তিই আমাকে ওড়িশায় এনেছে।” তিনি আরও বলেন, বিজেপি সরকার ক্ষমতায় এসেই পুরীর জগন্নাথ মন্দিরের চারটি দরজা খুলে দেয় এবং রত্নভাণ্ডার পুনরায় খুলে দেওয়া হয়েছে—যা ছিল দীর্ঘদিনের জনদাবি।
প্রধানমন্ত্রী কংগ্রেস সরকারের শাসন ব্যবস্থার সঙ্গে তুলনা টেনে বলেন, “স্বাধীনতার পর দেশ দেখেছে কংগ্রেসের শাসন, যেখানে দুর্নীতি ও বিলম্ব ছাড়া কিছু ছিল না। আজ বিজেপি সরকার দেশের বিভিন্ন প্রান্তে এক নতুন যুগের সূচনা করেছে, যা উন্নয়ন ও সুশাসনের প্রতীক।”
