বিদেশ – ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ড্র অনুষ্ঠিত হতে চলেছে এই শুক্রবার, ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট নিশ্চিত করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এই ইভেন্টে যোগ দেবেন। আগামী বছরের বিশ্বকাপের সহ-আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র, পাশাপাশি রয়েছে কানাডা ও মেক্সিকো। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর বিশ্বকাপকে নিজের প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ ইভেন্ট হিসেবে তুলে ধরেছেন ট্রাম্প। ২০২৬ সালে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে এই আয়োজনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
অবশ্য ফুটবলের মঞ্চেও রাজনীতির ছায়া পড়ছে। বেআইনি অভিবাসন নিয়ন্ত্রণ থেকে শুরু করে ডেমোক্র্যাট-শাসিত শহরগুলো সম্পর্কে ট্রাম্পের কড়া মন্তব্য—সব মিলিয়ে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক ও উত্তেজনা। এমনকি বিশ্বকাপের কিছু আয়োজক শহর নিয়ে নিরাপত্তা ও প্রশাসনিক আপত্তি তোলার ইঙ্গিতও দিয়েছেন তিনি। প্রয়োজনে ম্যাচ স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও জানিয়েছেন। ফলে ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি ঘিরে আয়োজকদের ওপর চাপ আরও বেড়েছে।
মার্কিন সময় অনুযায়ী শুক্রবার দুপুর ১২টায় শুরু হবে ড্র অনুষ্ঠান, যা ভারতীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে দেখা যাবে। ফলে ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য এটি হবে একেবারে প্রাইম-টাইম দেখা।
ফিফা জানিয়েছে, এবারের ড্র টিভিতে সম্প্রচারিত হবে না। তবে FIFA+ স্ট্রিমিং প্ল্যাটফর্ম বা FIFA YouTube channel—উভয় জায়গাতেই এটি লাইভ স্ট্রিম হিসেবে বিনামূল্যে দেখা যাবে। মোবাইল, ল্যাপটপ বা স্মার্ট টিভিতে যারা দেখেন, তাদের জন্য এই দুই মাধ্যমই যথেষ্ট। FIFA+ অ্যাপে স্ট্রিমিং সম্পূর্ণ ফ্রি—কোনও সাবস্ক্রিপশনের প্রয়োজন নেই।
২০২৬ বিশ্বকাপে ফরম্যাটেও বড় পরিবর্তন আসছে। ৪৮টি দল ও ১২টি গ্রুপে ভাগ হওয়ায় গ্রুপ ড্র-ই নির্ধারণ করবে কোন দল কোন প্রতিপক্ষের মুখোমুখি হবে, কোন গ্রুপ ‘গ্রুপ অফ ডেথ’ হয়ে উঠতে পারে, কিংবা নকআউটে কোন দলের পথ কতটা কঠিন বা সহজ হবে। ব্রডকাস্ট, টিকিটিং, ভেন্যু ব্যবস্থাপনা ও ফ্যান ট্রাভেল—সবকিছুর পরিকল্পনার জন্য এই ড্র অত্যন্ত গুরুত্বপূর্ণ।


















