দেশ – ভারতের সঙ্গে মার্কিন সম্পর্কের টানাপড়েন নিয়ে প্রাক্তন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তীব্র সমালোচনা করলেন। তাঁর অভিযোগ, ট্রাম্প অযথাই নয়াদিল্লির সঙ্গে শত্রুভাবাপন্ন আচরণ করছেন। সম্প্রতি ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে, যার মধ্যে ২৫ শতাংশ বিশেষ শাস্তিমূলক শুল্ক রাশিয়া থেকে তেল কেনার জন্য। বোল্টনের মতে, এই সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল এবং দ্বিপাক্ষিক সম্পর্কে ভুল বার্তা দিচ্ছে।
ট্রাম্প দাবি করেছেন, ভারত বিপুল রুশ তেল কিনে আন্তর্জাতিক বাজারে বিক্রি করছে এবং ইউক্রেনের যুদ্ধে নিহত মানুষের পরোয়া করছে না। বোল্টন পাল্টা প্রশ্ন তোলেন, রাশিয়ার তেল কিনলেও কেন চীনের ওপর এ ধরনের শুল্ক বা নিষেধাজ্ঞা নেই। তাঁর মতে, এই পদক্ষেপে ক্ষতিগ্রস্ত একমাত্র সরকার ভারত।
এক ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বোল্টন জানান, গত এক মাসে হোয়াইট হাউসের আচরণ এমন ক্ষত তৈরি করেছে যা মেরামতে সময় লাগবে। পাকিস্তান প্রসঙ্গ টেনে তিনি কটাক্ষ করে বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনির এখন ট্রাম্পকে “খেলাচ্ছেন”। মজা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদী চাইলে ট্রাম্পকে দু’বার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করতে পারেন।
