ট্রাম্পের মধ্যস্থতায় রাশিয়া আগ্রহী, কিন্তু ইউক্রেনের নীরবতায় অনিশ্চিত শান্তি-চুক্তি

ট্রাম্পের মধ্যস্থতায় রাশিয়া আগ্রহী, কিন্তু ইউক্রেনের নীরবতায় অনিশ্চিত শান্তি-চুক্তি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিদেশ – রাশিয়া–ইউক্রেন যুদ্ধ থামাতে নতুন উদ্যোগ নিয়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তাঁর ২৮ দফার শান্তি–প্রস্তাবে রাশিয়া আগ্রহ দেখালেও ইউক্রেন এখনও কোনও সাড়া দেয়নি। দুই দেশের দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে তৈরি করা হয়েছে এই খসড়া প্রস্তাব, যেখানে ইউক্রেনকে কিছু ছাড় দিতে বলা হয়েছে—এই নিয়েই সৃষ্টি হয়েছে নতুন বিতর্ক। ট্রাম্প পরিষ্কার জানিয়ে দেন, আলোচনাকে তিনি সহজ ভেবেছিলেন, কিন্তু বাস্তবে তা অনেক জটিল। পুতিনের সঙ্গে যেমন কথা হয়েছে, তেমনই ইউক্রেন নেতৃত্বের সঙ্গেও যোগাযোগ করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের দাবি, জেলেনস্কি এখনও প্রস্তাবটি পড়েও দেখেননি, যদিও তাঁর দেশের কিছু মানুষের মতে এ প্রস্তাব সমর্থনের যোগ্য।

গত সপ্তাহেই ট্রাম্প দাবি করেছিলেন যে পুতিন যুদ্ধ শেষ করতে আগ্রহী হতে পারেন। কয়েক দিন আগেই মস্কোয় ট্রাম্পের জামাই জ্যারেড কুশনার এবং মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গে পুতিনের বৈঠক হয়, যাকে ‘ইতিবাচক’ বলে উল্লেখ করেছেন ট্রাম্প। তবে তাঁর মতে, শান্তি চুক্তির জন্য দুই পক্ষের সম্মতি অপরিহার্য। রাশিয়ার বিদেশ বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভও জানান, আলোচনায় অগ্রগতি হলেও এখনও অনেক কাজ বাকি। একইসঙ্গে মার্কিন কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল ফ্লোরিডায় ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে, যা নিয়ে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও আশাবাদ প্রকাশ করেছেন।

তবে ট্রাম্পের শান্তি–প্রস্তাব প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। খসড়ার কয়েকটি বিষয় ইউক্রেনের কাছে মোটেই গ্রহণযোগ্য নয়, এবং কিয়েভ পরিষ্কার জানিয়ে দিয়েছে—এসব শর্ত তাদের কাছে ‘নন-স্টার্টার’, অর্থাৎ আলোচনায় বসার আগেই অসম্মতির জায়গা। ফলে মার্কিন উদ্যোগে রাশিয়া সাড়া দিলেও ইউক্রেনের অনীহায় শান্তি চুক্তি অনিশ্চিতই থেকে যাচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, যুদ্ধ শেষ হবে কি না, তা নির্ভর করছে দুই পক্ষ আলোচনায় বসতে কতটা প্রস্তুত তার ওপরই।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top