ট্রাম্পের শুল্কে চিংড়ি রফতানিতে ধাক্কা, বিপদে অন্ধ্রপ্রদেশের লক্ষ লক্ষ পরিবার

ট্রাম্পের শুল্কে চিংড়ি রফতানিতে ধাক্কা, বিপদে অন্ধ্রপ্রদেশের লক্ষ লক্ষ পরিবার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিদেশ – চিংড়ি রফতানি ধাক্কায় বিপাকে অন্ধ্রপ্রদেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাস্তিমূলক শুল্ক বৃদ্ধির জেরে রাজ্যের মাছচাষিদের ব্যবসা কার্যত মুখ থুবড়ে পড়েছে। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু সতর্ক করে জানিয়েছেন, অবিলম্বে ব্যবস্থা না নিলে ক্ষতির অঙ্ক ছুঁতে পারে ২৫ হাজার কোটি টাকা।

অন্ধ্রপ্রদেশ দেশজুড়ে মাছচাষে শীর্ষে। প্রতিবছর প্রায় ৫০ লক্ষ মেট্রিক টন মাছ বাজারে সরবরাহ করা হয়, যার মধ্যে ৮০ শতাংশই চিংড়ি। এর প্রায় ৩৫ শতাংশ চিংড়ি রফতানি হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। এতদিন বছরে গড়ে ২১ থেকে ২৫ হাজার কোটি টাকার ব্যবসা হতো। কিন্তু মার্কিন সরকারের ৬০ শতাংশ শুল্ক আরোপে সেই রফতানি অর্ধেকে নেমে এসেছে। ইতিমধ্যেই বাতিল হয়েছে বহু বিদেশি অর্ডার। এর ফলে ক্ষতিগ্রস্ত হতে চলেছে অন্ধ্রের লক্ষাধিক পরিবার।

রবিবার রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুল্ক বাড়ার ফলে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে চিংড়ি রফতানি শিল্প। তবে সমস্যার মোকাবিলায় হাত গুটিয়ে বসে নেই রাজ্য প্রশাসন। ইতিমধ্যেই চিংড়ির দাম কেজিপ্রতি ৯ টাকা কমানো হয়েছে। বিদ্যুৎ খরচে ভর্তুকি বৃদ্ধি করা হয়েছে চাষিদের জন্য।

তবুও একা লড়াই করা সম্ভব নয় বলে কেন্দ্রের কাছে সাহায্য চেয়েছেন মুখ্যমন্ত্রী নায়ডু। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল ও মৎস্যমন্ত্রী রাজীবরঞ্জন সিংহকে চিঠি লিখে তিনি চিংড়ি উৎপাদনে জিএসটি ছাড়, চাষিদের আর্থিক প্যাকেজ এবং ১০০ কোটি টাকার তহবিল তৈরির দাবি জানিয়েছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top