বিদেশ – ৫০ বছর আগে আমেরিকা ক্যানসারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। সেই উদ্যোগ আজ ধাক্কা খেতে পারে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তে। অভিযোগ উঠেছে, ট্রাম্প প্রশাসন ক্যানসার গবেষণার জন্য বরাদ্দ অর্থ কমাতে চলেছে, যার ফলে এই মারণরোগের বিরুদ্ধে বিশ্বজুড়ে লড়াই থমকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের গবেষক চান শিরিয়ান্নি দ্য নিউ ইয়র্ক টাইমস’-কে জানান, দীর্ঘ দিন ধরে তিনি তাঁর গবেষণার জন্য কোনো অর্থ পাচ্ছেন না, ফলে কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। সরকারি অনুদানের উপর নির্ভরশীল বহু গবেষকও বিপাকে পড়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট (NCI)-এর বরাদ্দ এক-তৃতীয়াংশেরও কম করার প্রস্তাব করা হয়েছে।
ট্রাম্প প্রশাসনের যুক্তি, এই গবেষণাগুলো রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত হয়, তাই সরকারি অর্থ এখানে ব্যয় করা হবে না। তবে বিশেষজ্ঞরা বলছেন, গত পাঁচ দশক ধরে ক্যানসার গবেষণায় আমেরিকার বিপুল সরকারি বিনিয়োগের ফলে এই রোগে আক্রান্তদের গড় আয়ু বেড়েছে। বিশ্বজুড়ে ক্যানসার গবেষণায় আমেরিকার ভূমিকা অগ্রণী। হোয়াইট হাউস এ পদক্ষেপকে সামগ্রিক প্রশাসনিক খরচ কমানোর অংশ হিসেবে দেখালেও, এর ফলে শুধু আমেরিকা নয়, গোটা বিশ্বের মানুষই ক্ষতির সম্মুখীন হতে পারেন।
