ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল গোটা আমেরিকা!

ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল গোটা আমেরিকা!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিদেশ – ইতিমধ্যেই দেশের পণ্যের উপর রেসিপ্রোক্যাল ট্যারিফ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তার জেরেই নিজের দেশেই চরম বিক্ষোভের মুখে ট্রাম্প। আমেরিকার রাস্তায় রাস্তায় চলছে ট্রাম্প-বিরোধী বিক্ষোভ। পথে নেমেছেন হাজার হাজার মানুষ। ট্রাম্পের এই নয়া নীতির বিরুদ্ধে গলা তুলছেন তাঁরা।মূলত, শনিবার থেকে শুরু হয়েছে এই বিক্ষোভ। প্রথম আমেরিকার বস্টনে ‘হ্যান্ডস অফ’ বিক্ষোভে সামিল হন মানুষজন। বস্টন কমন থেকে বস্টন সিটি পর্যন্ত মিছিলে হাটেন বিক্ষোভকারীরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ওই মিছিলের ছবি ও ভিডিয়ো।ট্রাম্পের বিরুদ্ধে উঠতে থাকে স্লোগান। বিক্ষোভকারীদের স্লোগানে শোনা যায় ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্কের নামও। এরপর একে একে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে বিক্ষোভের আঁচ। বস্টনের পর নিউ জার্সি, ক্যালিফোর্নিয়াসহ বিভিন্ন জায়গায় রাজপথে নামেন মানুষজন।



একত্রিত হন বিভিন্ন পেশার মানুষজন। আমেরিকার ৫০ টি রাজ্যেই শুরু হয় বিক্ষোভ মিছিল। সূত্রের খবর, ১২০০ টি শহরে রাস্তায় নামেন প্রায় ১ মিলিয়ন মানুষ। এমনকী বস্টনের রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হতে দেখা যায় সেখানকার সেনেটর এড মার্কি।
সংবাদমাধ্যমকে তিনি সাফ জানান, নাগরিকদের অধিকার কেড়ে নিচ্ছে ট্রাম্প প্রশাসন। এই ধরনের কাজকর্মকে অসাংবিধানিক বলে দাবি করেছেন সেনেটর এড মার্কি। ট্রাম্পের বিরুদ্ধে একই অভিযোগ এনেছেন বস্টনের মেয়র মিশেল উ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top