চোপড়ার কাঁচাকালী ট্রেকার স্টান্ডে আবর্জনার স্তুপ, দুর্গন্ধে অস্বস্তিতে – যাত্রী থেকে চালকরা

চোপড়ার কাঁচাকালী ট্রেকার স্টান্ডে আবর্জনার স্তুপ, দুর্গন্ধে অস্বস্তিতে – যাত্রী থেকে চালকরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

চোপড়ার কাঁচাকালী ট্রেকার স্টান্ডে আবর্জনার স্তুপ, দুর্গন্ধে অস্বস্তিতে – যাত্রী থেকে চালকরা। চোপড়ার কাঁচাকালী ট্রেকার স্ট্যান্ডের পাশে মার্কেটিং ঘরে আবর্জনার স্তুপ । নাকে রুমাল দিয়ে গাড়ির অপেক্ষায় আশ্রয় নিতে হচ্ছে ওই মার্কেটিং হলের নীচে । এলাকা বাসী থেকে যাত্রী ও ট্রেকার চালকদের অভিযোগ , বাম আমলে কাঁচাকালীতে তৈরি হয়েছিল একটি মার্কেটিং শেড । ওই শেডের নীচে চাষিরা ধান পাট তিল সহ ফসল বিক্রি করতো । বর্তমানে ওই শেডের সামনে ট্রেকার স্ট্যান্ড ।

 

ওই স্ট্যান্ড থেকে এলাকার যাত্রীদের ইসলামপুর শিলিগুড়ি সহ বাইরে যেতে হয় ।তাই শেড টি যাত্রী প্রতিক্ষালয় হিসেবে ব্যবহার করা হয় । কিন্তু, ওই শেডের এক তৃতীয়াংশ জুড়ে আবর্জনার স্তুপ থাকায় সেখানেই পরিণত হয়েছে শৌচাগার হিসেবে । তাই আবর্জনা আর প্রসাবের দুর্গন্ধে অতিষ্ট হয়ে পরেছে এলাকার মানুষ । সকলের দাবি, শীঘ্রই আবর্জনা সাফাই করে ব্যবহার যোগ্য করা হোক ।এব্যাপারে মাঝিয়ালি পঞ্চায়েত প্রধান সহর বানুকে জিজ্ঞেস করলে তিনি শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ।

আরও পড়ুন – আসন্ন ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে পোস্ট অফিস থেকে জাতীয় পতাকা বিক্রি

উল্লেখ্য, চোপড়ার কাঁচাকালী ট্রেকার স্ট্যান্ডের পাশে মার্কেটিং ঘরে আবর্জনার স্তুপ । নাকে রুমাল দিয়ে গাড়ির অপেক্ষায় আশ্রয় নিতে হচ্ছে ওই মার্কেটিং হলের নীচে । এলাকা বাসী থেকে যাত্রী ও ট্রেকার চালকদের অভিযোগ , বাম আমলে কাঁচাকালীতে তৈরি হয়েছিল একটি মার্কেটিং শেড । ওই শেডের নীচে চাষিরা ধান পাট তিল সহ ফসল বিক্রি করতো । বর্তমানে ওই শেডের সামনে ট্রেকার স্ট্যান্ড । ওই স্ট্যান্ড থেকে এলাকার যাত্রীদের ইসলামপুর শিলিগুড়ি সহ বাইরে যেতে হয় ।

 

তাই শেড টি যাত্রী প্রতিক্ষালয় হিসেবে ব্যবহার করা হয় । কিন্তু, ওই শেডের এক তৃতীয়াংশ জুড়ে আবর্জনার স্তুপ থাকায় সেখানেই পরিণত হয়েছে শৌচাগার হিসেবে । তাই আবর্জনা আর প্রসাবের দুর্গন্ধে অতিষ্ট হয়ে পরেছে এলাকার মানুষ । সকলের দাবি, শীঘ্রই আবর্জনা সাফাই করে ব্যবহার যোগ্য করা হোক ।এব্যাপারে মাঝিয়ালি পঞ্চায়েত প্রধান সহর বানুকে জিজ্ঞেস করলে তিনি শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন । ট্রেকার স্টান্ডে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top