ট্রেনের ধাক্কায় আহত দুই হনুমান, একটি বাচলেও অন্যটির মৃত্যু

ট্রেনের ধাক্কায় আহত দুই হনুমান, একটি বাচলেও অন্যটির মৃত্যু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ট্রেনের ধাক্কায় আহত দুই হনুমান, একটি বাচলেও অন্যটির মৃত্যু। রেল সেতু পার হওয়ার সময় মেল ট্রেনের ধাক্কায় আহত দুই হনুমান কে দিনভর আগলে রেখেই সেবা শুশ্রূষা করল স্থানীয় যুবকরা। পরে একটিকে হনুমান কে বন দপ্তরের হাতে তুলে দিতে পারলেও অপরটিকে বাঁচাতে না পেরে তার সৎকারের ব্যবস্থা করল তারা। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ফুলেশ্বর বাবু পাড়ার কাছে ৪২ নং রেল সেতুর নীচে। জানা গেছে বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ দুটি হনুমান দক্ষিন পূর্ব রেলের ফুলেশ্বর থেকে উলুবেড়িয়া স্টেশনের মাঝে ৪২ নং রেল সেতুর পারাপার করছিল।

 

সেই সময় একটি মেল ট্রেনের ধাক্কায় দুটি হনুমান ছিটকে নিচে জঙ্গলের মধ্যে পড়ে যায়। বিষয়টি নজরে আসতেই আহত দুই হনুমান কে জঙ্গল থেকে তুলে আনেন স্হানীয় যুবক গনেশ মন্ডল, কালীপদ পল্ল্যে, স্বপন মান্নারা। এরপর তারা আহত হনুমান দুটিকে সেবা শুশ্রূষা শুরু করেন। স্হানীয় যুবক কালীপদ পল্ল্যে জানান মেল ট্রেনের ধাক্কায় পড়ে যাওয়া হনুমান দুটির একটি ঘটনাস্থলেই মারা যায়, আর একটির মাথায় আঘাত লাগে। সেটি বেঁচে থাকায় আমরা কয়েকজন ওর সেবা শুশ্রূষা করি।

 

আহত হনুমানটিকে জল, দুধ খাওয়ানো হয়। কিন্তু ওর চলাফেরার ক্ষমতা ছিল না। এরপর আমরা মৃত একটি হনুমান কে খালের ধারে মাটিতে সৎকার করি। এরপর বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করি। বিকালে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত হনুমানটিকে উদ্ধার করে গড়চুমুক প্রানী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়।

আরও পড়ুন – সারমেয়-র মতো মৃত্যু হবে মোদীর’ ইডি দফতরের সামনে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক মন্ত্যব শেখ হুসেনের

উল্লেখ্য, রেল সেতু পার হওয়ার সময় মেল ট্রেনের ধাক্কায় আহত দুই হনুমান কে দিনভর আগলে রেখেই সেবা শুশ্রূষা করল স্থানীয় যুবকরা। পরে একটিকে হনুমান কে বন দপ্তরের হাতে তুলে দিতে পারলেও অপরটিকে বাঁচাতে না পেরে তার সৎকারের ব্যবস্থা করল তারা। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ফুলেশ্বর বাবু পাড়ার কাছে ৪২ নং রেল সেতুর নীচে।

 

জানা গেছে বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ দুটি হনুমান দক্ষিন পূর্ব রেলের ফুলেশ্বর থেকে উলুবেড়িয়া স্টেশনের মাঝে ৪২ নং রেল সেতুর পারাপার করছিল। সেই সময় একটি মেল ট্রেনের ধাক্কায় দুটি হনুমান ছিটকে নিচে জঙ্গলের মধ্যে পড়ে যায়। বিষয়টি নজরে আসতেই আহত দুই হনুমান কে জঙ্গল থেকে তুলে আনেন স্হানীয় যুবক গনেশ মন্ডল, কালীপদ পল্ল্যে, স্বপন মান্নারা। এরপর তারা আহত হনুমান দুটিকে সেবা শুশ্রূষা শুরু করেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top