ভাইরাল – ট্রেনের এসি কামরার শৌচাগারে এক তরুণ জানলার ধারে রেখে দেন তাঁর দামি আইফোন। হঠাৎ ঝাঁকুনিতে সেটি জানলার ফাঁকা অংশে ঢুকে আটকে যায়। ফোনটি কোনওভাবেই উদ্ধার সম্ভব হচ্ছিল না। বাধ্য হয়ে রেলের সহায়তা কর্মীদের শরণাপন্ন হন ওই যাত্রী। এরপর শুরু হয় উদ্ধারকাজ, যা পরবর্তীতে সমাজমাধ্যমে ভাইরাল হয়ে ওঠে।
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, রেলের কর্মীরা ফোনটি উদ্ধারের চেষ্টা করছেন। যিনি ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন, তিনি নিজেই এসি কোচের অ্যাটেনডেন্ট। তাঁকে বলতে শোনা যায়, চলন্ত ট্রেনে মাঝেমধ্যেই নানান সমস্যা দেখা দেয়। এমন খবর পেয়ে তিনি ও সহকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। ফোনটি কোথায় আটকে আছে তা বোঝার জন্য যাত্রীর নম্বরে কল করা হয়। জানালার নীচের অংশে আটকে থাকা আইফোন তখন বাজতে শুরু করে।
প্রথমে জানলার উপরের অংশ খুলে ফোন বের করার চেষ্টা করা হলেও সফলতা মেলে না। পরে রেলকর্মীরা জানালার নীচের অংশ ভেঙে ফেলে ভেতরে হাত ঢুকিয়ে ফোনটি উদ্ধার করেন। আইফোন হাতে ফিরে পেয়ে খুশিতে কর্মীকে জড়িয়ে ধরেন যাত্রী।
ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট হওয়ার পর মুহূর্তেই ভাইরাল হয়। কয়েক লক্ষ বার দেখা হয়েছে সেটি, হাজার হাজার লাইক পড়েছে, এসেছে অসংখ্য কমেন্ট। অনেকে রেলকর্মীদের দ্রুত তৎপরতার প্রশংসা করেছেন। তবে আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন—একটি ফোন বাঁচাতে ট্রেনের যে ক্ষতি হল, তার দায়ভার কে নেবে? ফলে ঘটনার প্রশংসা এবং সমালোচনা—দুটিই চলছে সমান তালে।
